আমাদের কথা খুঁজে নিন

   

এই 'কথাটা' কতখানি সত্যি???

To love what you do or to do what you love is the question to be answered! আমার এক শিক্ষক সেইদিন আমাদের বলছিলেন যে, "ঢাকা বরাবরই মসজিদের শহর হিসেবে পরিচিত। এখানে মসজিদ জীবনের প্রাত্যহিক একটি অনুষঙ্গ। আর এখন বিষয়টা আরও ভালো হয়েছে যে এখন প্রায় সব কর্পোরেট হাউজ আর সরকারি অফিসেও অবশ্যই আলাদা নামাজের জন্যে জায়গা থাকে। এত এত মসজিদ আর নামাজের জায়গা থাকা সত্যেও অবশ্যই আমরা যা দেখি তা হল অনেক মানুষকেই রাস্তায় নামাজ আদায় করতে হয়, স্থান সংকুলান না হওয়ায় এর কারণ হল আমরা অনেক বেশিই ধর্মপ্রাণ। এত সব কিছুর পরেও আমরা প্রায় গত অনেক বছর ধরেই মোটামুটি দুর্নীতির দিক দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ।

" স্যার শেষে আমাদের যে প্রশ্নটা করলেন সেটা হল এত নামাজি ধর্মপ্রাণ মানুষ থাকলে এত দুর্নীতি হয় কিভাবে??? তখন আমাদের সাথেই আরেকজন যে জবাবটা দিল সেটার জন্যেই এই লেখা আমার। তার জবাবটা ছিল, "যারা নামাজে যায় তাঁরা নিজেরাই ঐ দুর্নীতি তে ভালো পারদর্শী। তাঁরা দুর্নীতি করে বের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার দু্নীতিতে ডুবে যায়" প্রশ্নের উত্তরটা দেয়া হয়েছিল মজা করার জন্যে। কিন্তু, আমার কথা, দেশের অবস্থা কেমন হলে এই জাতীয় প্রশ্নে মজা করার উদ্দেশ্যে এই ধরণের উত্তর আসতে পারে??? এই জবাবটা তার নিজের কিন্তু, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর অনেকাংশে অবশ্যই সত্যতা আছে। কিন্তু, আমাদের এই দেশে এই প্রশ্নের উত্তর এমনটা কেন আমাদের শুনতে হবে??? পুনশ্চঃ খুবই দ্রুত লেখা।

তাই বানান সংক্রান্ত ভুল থাকলে মার্জৃনৃার দৃষ্টিতে দেখবেন আশা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।