আমাদের কথা খুঁজে নিন

   

আজ দালাইলামার জন্মদিন : তার ৯টি বাণী

আজ ৬ জুলাই দালাইলামার জন্ম দিন । ইন্ডিয়া অব টাইমস পত্রিকায় তিব্বতের নেতা দলাইলামার জন্মদিন উপলক্ষে আজকের দিনের তার ১০ টি বানী পাবলিশট করেছে ৯টির অনুবাদ করেছি একটির অনুবাদ সাঠিকভাবে করতে না পারার কারনে দিতে পারলাম না ..........৯টি হলো ১. এই হলো আমার সাধারন ধর্ম, যেখানে কোন টেম্পলের দরকার নাই যেখানে কোন জটিল বা দুবোর্ধ্য দর্শনের প্রয়োজন নেই, আমাদের নিজস্ব মস্তিষ্ক বা চিন্তা করার ক্ষমতা, আমাদের অন্ত:করন বা হৃদয়ই আমাদের টেম্পল। আমাদের দর্শন হলো বিনয় বা দয়া করা । ২. সুখ কোন রেডিমেট বিষয় নয়, ইহা তোমার কৃতকর্মের ফল হিসেবে আসে। ৩. যখনই সম্ভব তখনই দয়াবান হও আর ইহা সবসময়ই সম্ভব ।

৪. সকল ধর্মের রীতিনীতি একই মেসেজ বহন করে আর তা হলো ভালোবাসা, সমবেদনা ,ক্ষমা করা। আর এই গুরুত্বপুর্ন বিষয়গুলি আমাদের জীবনের অংশ হওয়া উচিত। ৫. ভালোবাসা, সমবেদনা প্রয়োজনীয় তবে তা বিলাসিতা নয়, এগুলো ছাড়া মানবতা টিকে থাকতে পারে না । ৬. যদি তুমি কাউকে সাহায্য করতে পারো তাহলে সাহায্য করো কিন্তু সাহায্য করতে না পারো তবে তাদের ক্ষতি করো না। ৭. তুমি যদি অন্যদের সুখী করতে চাও এবং নিজে সুখী হতে চাও তাহলে সহানুভুতিশীলতার চর্চা করো।

৮. আমরা ধর্ম ও মেডিটেশন ছাড়া বাস করতে পারবো কিন্তু মানবিক প্রেম স্নেহ ভালোবাসা ছাড়া বাচতে পারবো না । ৯.ঘুমই হচ্ছে সবচেয়ে বড় মেডিটেশন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।