আমাদের কথা খুঁজে নিন

   

মহামান্বিত রাতে আমি এক দূর্ভাগা

প্রার্থনাবিহীন বিনিদ্র রাত পার করেছি সহস্র সময়- কখনও করতোয়ার পাড়ে পূর্ণিমা রাতে ভরা নদীর উতলা যৌবন উপভোগে, কখনও বাড়ির পাশে এমদাদ হাজীর ডাবের বাগানে হানা দিয়ে; কখনওবা চৈত্রের জোছনা ভরা রাতে ফসলি জমিতে ছোটাছুটি করে ; কখনওবা দূর গ্রামে চরের উপর যাত্রাগানে মেতে; কিংবা ঘুটঘুটে অন্ধকারে প্রেয়সির সাথে গোপন অভিসারে । মাঝে মাঝে ভাড়া করা ভি সি আর-এ নগ্নছবির উন্মাদনায় মত্ত হয়ে রাত পার করেছি । এখনও নিদ্রাহীন রজনী পার করছি- তবে ওভাবে নয়, জীবনের তাগিদে বেচেঁ থাকার জন্য । আজও জাগছি, এখনও জাগছি কর্তব্য পালনে। প্রার্থনা বিহীন বিনিদ্র রাত এর আগেও তো পার করেছি - কই এত আপসোস আর দূর্ভাগা নিজেকে মনে হয়নি । মহামান্বিত ভাগ্য রজনী আমার কেটেগেল হায় শুধুই পার্থীব ব্যস্ততায় । তাই ভাগ্য রাতের আমি এক দূর্ভাগা; স্রস্টার সাথে হল না আমার কথকথা । আমার ভাগ্যটা বুঝি রয়েগেল এবারও অন্ধকারে ঢাকা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।