আমাদের কথা খুঁজে নিন

   

'শবে বরাত' এর অর্থ মুক্তির রাত। নফল নামাজের চেয়ে ফরজ নামাজ পোড়া জরুরি.

ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( আজ এক হুজুর এর সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম, আমরা হুদাই নফল নামাজ এর পিছনে ছুটছি। । আমরা যারা সাপ্তাহিক একদিন জুম্মার নামাজ পড়ি, তাদের নফল নামাজ এর পিছনে না ছুটে, ফরজ নামাজ আদায় করতে বলছেন। কারন ফরজ নামাজ এ সওয়াব নাকি বেশি পাওয়া যায়।

। যারা আজ সারারাত জেগে নফল নামাজ পরবেন, তাদের বলছি, আপনারা আগে আপনাদের ফরজ কাযা নামাজ গুলো পরতে পারেন। কারন নফল নামাজ এর চেয়ে ফরজ নামাজ এর সওয়াব অনেক অনেক বেশী। আর যারা সারারাত জেগে নফল নামাজ পরবেন, কিন্তু ফজরের ফরজ নামাজ পরবেন না। তাহলে সারারাত জেগে নফল নামাজ পরা কোনই লাভ হবে না।

৫ ওয়াক্ত নামাজ পড়েন, আর সবসময় ভালো থাকেন.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।