আমাদের কথা খুঁজে নিন

   

বাস ড্রাইভার নাকি ভ্রাম্যমাণ সন্ত্রাসী

be united, no alternative to move forward. প্রতিদিনের মত অফিসে যাওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে উৎসব বাসে উঠেছি। গন্তব্য নারায়নগঞ্জ। কিছুদুর যাবার পরে রাস্তা থেকে লোকাল বাসের মত লোক উঠানো শুরু হল। এমনিতেই অফিস টাইম, তার উপর এহেন দেরিতে টিকিট কেটে ওঠা যাত্রীদের সাথে প্রায়ই প্রতিদিনই ড্রাইভার, হেল্পারদের তর্ক হয়। আজও হল।

যাইহোক, যাত্রীদের মাঝে থাকা এক ভদ্রলোক, বাসের টিকিটে দেয়া ফোন নাম্বার এ অভিযোগ করলেন (ঢাকা মেট্রো ব ১১-১৬০০)। এটার পরও ড্রাইভার রাস্তার মাঝখানে থামিয়ে তার পরিবহনের স্টাফদের দফায় দফায় তুলল। এভাবে চাষারায় এসে পৌছালাম। যাত্রীরা একে একে নামতে লাগল। কিন্তু ওই ভদ্রলোক যখনই নামতে যাবেন, বাস ড্রাইভার তার সিট থেকে নেমে ওই ভদ্রলোকের সাথে তুমুল তর্কে মেতে উঠল এবং বাসের গেট বন্ধ করে ধস্তাধস্তি শুরু করল।

ভিতরে আরও কিছু যাত্রী ছিল যারা বাধা দিতে আসলেন কিন্তু ড্রাইভার আর তার স্টাফরা কারও কোন কথা শুনতে নারাজ। ততক্ষনে বাসের হেল্পার বাস স্টার্ট করে যাত্রীদের না নামিয়ে জোর করে নিয়ে যাচ্ছে। বাহির থেকেও কিছু যাত্রী চেঁচাচ্ছে। শুধু শুনলাম ড্রাইভারটা বলছে, আজ তোরে বুঝাইয়া দিমু আমি কেডা, তার পর কমপ্লেইন করিস তুই। বাস চলছে, জানিনা কি হয়েছে ওই ভদ্রলোকের সাথে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।