আমাদের কথা খুঁজে নিন

   

মদুরে হৃদয় চক্ষু খোলো

শরাবের নেশায় বিভোর ও মদুরে হৃদয় চক্ষু খোলো পবিত্র এই জুম্মাহ রাতে শরাবের ওই পেয়ারাতে কেমন করে চুমুক দিবে বলো? ও মদুরে হৃদয় চক্ষু খোলো....। । খোদার ভয় একটু করো জীবন মিছা মৃত্যু বড়ো শয়তানের ধোকা ছেড়ে খোদার পথে চলো। । ও মদুরে হৃদয় চক্ষু খোলো....।

। আশরাফুল নামের ভূমি মাখলুকাতের বড় তুমি পায় কি শোভা এ ঘৃন্য কাজে তুমিই না হয় বলো? ও মদুরে হৃদয় চক্ষু খোলো....। । নূরের ফেরেস্তা শতশত আসমানের নিচে যতো পবিত্র এই নিশিত রাতে করে কোলাহল ও মদুরে হৃদয় চক্ষু খোলো....। ।

শরাবের রঙ পেয়ালায় দেহ-মন-হৃদয় জ্বালায় ওই অনলে হৃদয় তলে কেনো অগ্নিশিখা জ্বালো? ও মদুরে হৃদয় চক্ষু খোলো....। । প্রবাসের অবসরে যারা পবিত্র জুম্মাহ রাতকে মদের আড্ডার একটি রাত বানিয়ে নিয়েছে আমার এই কবিতাটি তাদের উদ্দেশ্য একটি হুশ ফিরানোর ডাক সরূপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.