আমাদের কথা খুঁজে নিন

   

।। শেষতম মাঠে ।।

বাঙলা কবিতা ।। শেষতম মাঠে ।। এখানে এসেই দেখছো বৃক্ষ নেই; লোকালয়, শহর বা জনপদ নেই, আদিগন্ত একটাই মাঠ! আর এক হিংস্রতম কালো বাইসন অযথাই তেড়ে আসে; কোটি কোটি বছরের আয়ু আর অবিরাম তাড়া-খাওয়া... এই আতখা আক্রমণ থেকে কোনওভাবে বেঁচে গেলে শাস্তি শেষ। পাথরে অস্পৃহ ছিলাম; কাগজে লিখিনি নাম, হৃদয়ে তো সম্ভবই নয়__ মগজে-স্মৃতিতে কেন বৃথা অপচয়? নিউরনে গেঁথে নাম বয়ে নিয়ে যাই; সূর্যতারা সকলই নশ্বর যদি হয়__ তবে যে-রক্তজ তুমি এ-মম আত্মার, আমি নাই, তুমিও তো নাই! সব মিথ্যে, শব্দব্রহ্ম, বলো কোন ছার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।