আমাদের কথা খুঁজে নিন

   

আমার বোনেরা হিজাবের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে... শাবাশ...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] গতকালও চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজে অচলাবস্থা বিরাজ করেছে। হিজাব পরতে বাধা দেয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গতকালও চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছিল। এই মেয়েদের সাহস ও ঈমানী চেতনা আমাকে মুগ্ধ করেছে।

আশার কথা হলো ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, হিজাব পরতে বাধা দেয়া সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। একই সাথে তাদেরকে ওয়ার্ডের ডিউটি থেকে বঞ্চিত করা ও নামাজ ঘর তালাবদ্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশের আলেম সমাজ। আমি আশা করবো, এ ব্যাপারে তারা আরো সোচ্চার হবেন।

সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। এ ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবাদ, আন্দোলন অব্যাহত রাখবেন। খুব ভালো হয়, যদি তারা ঐ বোনদের পাশে গিয়ে দাড়ান। মজার কথা হলো অধিকাংশ মিডিয়া (ইলেকট্রনিক এবং প্রিন্ট) এ ঘটনাটি চেপে যাবার চেষ্টা করেছে। আমি এখন পর্যন্ত দুটি সংবাদ পত্রে এ খবরটি পেলাম।

নিচে তথ্যসূত্রে তা উল্লেখ করেছি। আমার দেশ ও নয়া দিগন্তের সংবাদ মতে, গত ছয় মাস যাবত মুসলিম ছাত্রীদের ওপর এ নির্যাতন চলে আসছে। কলেজে একই ঘরে নামাজ ও পূজার ব্যবস্থা করা হয়েছে। কলেজ প্রশাসনের ছত্রছায়ায় গত সোমবার কিছু অমুসলিম ছাত্রীরা নামাজের ঘরে গিয়ে কুরআন শরীফকে রাজনৈতিক বই বলে কটাক্ষ করে। আর কলেজের কিছু শিক্ষিকা প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে মুসলিম ছাত্রীদের হিজাব ত্যাগ করতে চাপ প্রয়োগ করেন।

এদের মধ্যে অঞ্জলী দেবী নামের এক শিক্ষিকা (শিক্ষিকা নামের কলঙ্ক) একটু বেশীই আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে বলে মনে হচ্ছে। আমি বসে বসে ভাবছি, আমি কোন দেশে বসবাস করছি। এত ভয়ঙ্কর রকমের ধর্মীয় বিদ্বেষ যারা পোষণ করে, তাদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীরা কি শিখবে? নার্সিং তো একটা সেবামূলক পেশা, একটি মহৎ পেশা। এই পেশায় যারা নিয়োজিত হবেন, তাদের উদার মন মানসিকতার হতে হবে, অনেক বড় মনের মানুষ হতে হবে। এই সব চরম সাম্প্রদায়িক মনোভাবাপন্নদের কাছে রোগীইবা কতটা নিরাপদ? আমি আশা করবো, এ সরকার এ ঘটনার একটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিবেন, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

তথ্যসূত্রঃ হিজাব পরতে বাধাদানকারীদের শাস্তি দাবি শীর্ষ আলেমদের : ছাত্রীদের আন্দোলনে অচল চট্টগ্রাম নার্সিং কলেজ : বাধাদান সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন - ড. মিজান নার্সিং কলেজ হিজাব পরা ছাত্রীদের মানবাধিকার লঙ্ঘন করেছে : মানবাধিকার কমিশন চেয়ারম্যান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।