আমাদের কথা খুঁজে নিন

   

কালী-যাত্রা

কালী-যাত্রা অন্তরের মইদ্দে কাইন্দা ওঠে অন্তর কুত্তার লাহান ঘেউ কইরা উঠে রক্তের দাগ। পশ্চিমের চান যহন মুখ তুইলা হাসে আসমান আমার ফাইটা পরে আন্ধারে; ফাডল ধরে বিন্নি চাউলে, ফাডল ধরে কইলযার ভিতর, ফাডল ধরে উত্তর দিকের জানালার পাশ; ভয়ে আমার অন্তর কাইপা কাইপা ওঠে। দোহাই লাগে 'মা' মনষা দোহাই লাগে 'মা' ন্যাংটা কালীর রক্তে ভেজা মাডির গন্ধ আর - ডাকিস না। আন্দোলন মিঠুন ০১/০৪/২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।