আমাদের কথা খুঁজে নিন

   

CRi একটি গবেষণা সংস্থা যেটি চট্টগ্রামের শিক্ষা ,অর্থনীতি ,সংস্কৃতি ,ঐতিহ্য ও নগরায়ন নিয়ে বাস্তব ধর্মী গবেষণা করে ।হ

CRi একটি দায়বদ্ধতার নাম ,একটি প্রতিশ্রুতির নাম ।CRi এর সমন্বয়ক ড.হোসেন জিল্লুর রহমানের ভাষায় "একটি রাষ্ট্টের দ্বারা সবকিছু করা সম্ভব হয়ে উঠে না ।সবার সম্মিলিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ।" চট্টগ্রাম দেশের অর্থনীতির একটি ভিত্তি হিসেবে এই অঞ্চলের শিক্ষা ,অর্থনীতি ,ঐতিহ্য ,সংস্কৃতি ও নগরায়নের এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে গ্লোবাল সিটিতে পরিণত হওয়ার যে স্বপ্ন তার বাস্তবায়নে CRi এর এই হেঁটে চলা ।সমাজের দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি পূরণে নিরলস কাজ করে যাচ্ছে CRi । CRi একটি গবেষণা সংস্থা যেটি চট্টগ্রামের শিক্ষা ,অর্থনীতি ,সংস্কৃতি ,ঐতিহ্য ও নগরায়ন নিয়ে বাস্তব ধর্মী গবেষণা করে ।যা রাষ্ট্টকে একটি পথনির্দেশনামূলক সমস্যা এবং সমাধানের পথ দেখায় । রাষ্ট্ট এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি পূরণে আমরা নিঃস্বার্থ কাজ করে যেতে চায় প্রতিদিন । facebook page:CRi(Chittagong research initiative) facebook group:CRi(Chittagong research initiative)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।