আমাদের কথা খুঁজে নিন

   

আগুনঘর-১৬

আলম সিদ্দিকী প্রতিদিন একটু একটু করে ছোট হই প্রতিদিন একটু একটু করে নিজেকে ছেড়ে যাই অন্য আমি বিধূর আকার নিতে বিতন্ডায় প্রহর ছোড়ে আমার সাথে, তথায় সাড়ে তিন হাত আমি শুধুই সাড়ে তিন হাত। ঋষিগণ আমাকে শীত শেখান, মূর্খ আমি মুখ ফসকে নির্দিধায় বলে ফেলি একদা পখিবেলায় আমি পাখি শিখেছিলাম পাখি শিখেছিলাম পাখি শিখেছিলাম কেন পাখি শিখেছিলাম... হায়, মানুষ শিখিনি ! প্রতিদিন একটু একটু করে ছোট হই প্রতিদিন সাড়ে তিন হাত হতে একে একে কাটা যায় জোছনার ছায়া হরিহরের দিন , নক্ষত্রের রাত... একটু একটু করে হারিয়ে যায় পৃথিবীর সব চেনা পথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।