আমাদের কথা খুঁজে নিন

   

সিম ক্লোনিং : টাইমস অব ইন্ডিয়া নিজেদেরকে সংশোধন করলেও বাংলানিউজ এর এ বিষয়ে বক্তব্য নাই কেন?

বাংলা নিউজের +৯২, #৯০, #০৯ নম্বরের কলে সাবধান! সংবাদটির উৎস বোধ হয় গতকালকের টইমস অব ইন্ডিয়ার একটি সংবাদ: BSNL warning over missed calls and SIM cloning যেখানে +৯২, #৯০ এবং #০৯ এ তিনটি কোডের কোনো কল ধরার সঙ্গে সঙ্গে মোবাইল সিমের সব ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে বলে দাবী করা হয়। টাইমস অব ইন্ডিয়ায় মূল সংবাদটি প্রকশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয় এর সত্যাতাকে প্রশ্ন বিদ্ধ করে, অনলাইন মন্তব্যগুলো দেখলে তার একটা আন্দাজ পাওয়া যাবে। মজার ব্যাপার হলো টাইমস অব ইন্ডিয়া এরপর সংবাদটির একটি পরিবর্তিত ভার্সন ছাড়ে(যেটার লিংক উপরে দেয়া হয়েছে) যেখানে সিম কার্ড ক্লোনিং এর দাবী সম্পর্কে বলা হয়েছে : "There is, however, confusion over this claim made by some BSNL and intelligence officials. Cloning a SIM card requires physical access to it or the interception of the communication between the caller and his or her cellphone operator's network." এ বিষয়ে দিপক নামের এক মন্তব্যকারীর বক্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ মনে হলো: At no point in GSM communication does the caller's IMEI number is send to called mobile station (cell phone). Callers handset IMEI number is only used by the Master switching center (MSC) to verify this with the White, Black and Grey list in the EIR (Equipment Identity Register). As an additional security measure the network allocates a TMSI (temporary IMSI) number to the Mobile Station (cell phone). This happens when an cell phone passes the authentication phase for the first time under the MSC (powered on or location update). The MSC generate a TMSI for the IMSI, and sends the newly generated TMSI to the MS. Once it is assigned the MS uses TMSI instead of IMSI to identify itself when it requests for a service Without IMEI, you cannot clone the SIM. Only way to get the IMEI is to use some kind of Eavesdropping and Surveillance devices which will intercept the handshake between mobile cell phone and the cell tower (BST). হোয়াক্স-স্লেয়ার নামের ওয়েবসাইটে এই ধরণের সিম ক্লোনিং এর দাবীকে হোয়াক্স বা গুজব বলে চিহ্নিত করা হয়েছে। ওয়েবাসাইটের দেয়া তথ্য থেকে দেখা যায় এর আগে MTN এবং telstra নামের দুটি বৃহৎ মোবাইল কোম্পানিও এই ধরণের সিম ক্লোনিংকে গুজব বলে পাত্তা না দেয়ার অনুরোধ জানায়। সূত্র: Telstra - 90# Urgent Warning From MTN - hoax টাইমস অব ইন্ডিয়া না হয় একটা বক্তব্য দিয়েছে, সংবাদ সংশোধন পর্যন্ত করেছে, বাংলানিউজ২৪ এর এই বিষয়ে বক্তব্য কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।