আমাদের কথা খুঁজে নিন

   

'সায়েন্সটেক'-এর নতুন প্রচ্ছদের ডিজাইন

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার গত ৩০ তারিখ রাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন 'সায়েন্সটেক' -এর সৃজনশীল গ্রাফিক ডিজাইনার শাকিল রনি কাজ শেষ করে ডিজাইনার বাসায় ফিরছিলেন। পরের দিন সকালে প্রেসে নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই উনি ছিনতাইকারীর কবলে পরেন এবং উনাকে আহত করে ল্যাপটপ+ টাকা নিয়ে পালিয়ে যায়। ল্যাপটপে 'সায়েন্সটেক' -এর পান্ডুলিপি ছিল। ছিনতাইকারীর কবলে পড়ে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উনার শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আজ (২-৭-২০১২) তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। আমরা তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী। ছিনতাইকারীরা উনার মাথার পেছনে আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে ল্যাপটপসহ নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত ল্যাপটপে সায়েন্সটেক-এর জুলাই-২০১২ ইস্যুর পান্ডুলিপি থাকায়, আগামী ৪ তারিখের মধ্যে সায়েন্সটেক প্রকাশ করা সম্ভব নয় বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশাকরি চলতি মাসের ৭-৮ তারিখে সবার হাতে সায়েন্সটেক পৌঁছে যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন 'সায়েন্সটেক'- এর সৃজনশীল গ্রাফিক ডিজাইনার শাকিল রনি ছিনতাইকারীর হাতে আহত হওয়ায় এবং জুলাই-২০১২ ইস্যুর পান্ডুলিপি ছিনতাই হওয়ায় নতুন করে সায়েন্সটেক -এর ডিজাইন করা হচ্ছে। উপরে নতুন প্রচ্ছদের ডিজাইন দেয়া হলো। নতুন ডিজাইন সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন এখানে । ধন্যবাদ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।