আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন রমাজানে তারাবিহ নামাজ নিয়ে আহলে হাদিস গ্রুপের বিতর্ক

ইদানিং আহলে হাদিস নামের গ্রুপ বিভিন্ন বিতর্কিত মাসায়েল যা মিমাংসিত তা নিয়ে আবার বিতর্ক ছড়াচ্ছে। যেমন তারাবির নামাজ ২০ রাকাত না ৮ রাকাত? সমস্ত হানাফীরা ২০ রাকাত পড়ে থাকেন যদিও বিভিন্ন বর্ণনায় ৮, ১১, ১৩, ২০ রাকাতের কথা আছে। বিতর্কে না গিয়ে সহজে উপলব্ধ ২০ রাকাত পড়ার কিছু কারণ ঃ *হযরত ওমর রাজিঃ এর যমানায় ২০ রাকাতের ঐক্য (এজমা )হয় যা আহলে হাদিস গ্রুপ মানেননা। তারা যে হাদিস দিয়ে ৮ রাকাতের দলিল দেন তা দিয়ে তারাবির নামাজই প্রমান করা যায়্না তাহাজ্জুদের নামাজ প্রমান হয়। **রমাজানে যেহেতু অধিক ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের আশা থাকে তাই ৮ রাকাত না পড়ে ২০ রাকাত পড়া হয়।

*** এমাসে অনেক বে নামাজী ও নামাজ পড়েন , যারা ২রাকাত নফল পড়তেন তারা আরো বেশি পড়েন। আর লামাজহাবী আহলে হাদিস গ্রুপ নামাজ কে কমিয়ে দেয়। ****যদি ২০ রাকাত পড়া হয় তাহলে ২০ এর ভিতর ৮ তো থাকেই কিন্তু ৮ এর ভিতর কি ২০ থাকে? তবে আহলে হাদিস গ্রুপ মডারেট ইসলাম চায় ছাট কাট করাতেই তাদের মডুগিরি। ***** ধরুন আপনি কোথাও জরুরী কাজে যাবেন, তো আপনার খরচা নিয়ে বিতর্ক হচ্ছে কেউ হিসাব দিল ২০০০ টাকা খরচ লাগবে কেউ হিসাব দেখাল লোকাল বাসে কাটা কাটা গেলে ৮০০ টাকায় সারবে। এখন আপনি কি করবেন? বুদ্ধিমান হলে অবশ্যই ২০০০ টাকা নিয়ে পথে উঠবেন।

টাকা কিছু বাচলে কাজে লাগবে। লামাজহাবিরা ফেইসবুকে পোস্ট দিয়ে কমেন্ট বক্স বন্ধ রাখছে যাতে কেউ তাদের ভ্রান্তি কেউ না বুঝতে পারে। আসুন আসন্য মাহে রমাজেনে আমরা বেশী বেশী ইবাদত করি, বেশী বেশী তেলাওয়াত করি, দান করি । ইসলাম কে সংকুচিত না করি। @বিশেষভাবে লক্ষনিও লামাজহাবীরা অনেক মাসায়েলের ব্যাপারে মক্কা মদীনার আমল দেখায় কিন্তু সেই মক্কা মদীনায় ই ২০ রাকাত পড়া হয়।

তাই বাংলাদেশের চুনপুটি আহলে হাদিস গ্রুপের ধোকায় কেউ বিভ্রান্ত হবেননা। আল্লাহ আমাদের সবাইকে আসন্ন রমাজানে বেশি ইবাদাতের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের তাওফিক দান করুন। আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।