আমাদের কথা খুঁজে নিন

   

মাল সাহেবের মাল আর আবুল সাহেবের আবুল আবুল কথা এবং আমরা...

বাংলাকে ভালোবাসি আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশের বর্তমানের অর্থমন্তী। তিনি অনেক বড় বড় কথা বলেন। আমি এই করবো আমি ঔই করবো। আর একজন হচ্ছেন আমাদের অতি প্রানপ্রিয় সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। ইনি এতই পরিশ্রম করতেন যে মন্ত্রী থাকা কালে মাত্র সাত দিনে ৭০০ কোটি টাকার রাস্তা সংস্কার করে ফেলেন যেটিা আমেরিকা বা চায়নার কোন সরকারের জন্য্ও অসম্ভব।

বর্তমানে মাল সাহেব তার সমস্ত মাল গোছানোর কাজে ব্যস্ত আর আবুল সাহেব শুধু আবুল আবুল কথা বলতেছেন। মাল সাহেব তো দেশের শেয়ার বাজার শেষ করে নিজের মাল বৃদ্ধি করছেন। আর আবুল, বাংলার গর্ব। উনার ইচ্ছা ছিল বাংলাদেশের সব রাস্তাঘাট মাত্র সাত দিনে করে ফেলবেন তাও আবার মাত্র ৭০০০০ কোটি টাকায়। এই ধরুন পদ্মা সেতুর কথা।

বিশ্ব ব্যাংক মাত্র ২০০ কোটি টাকা দিল পদ্মা সেতুর সম্ভাবতা ও অনান্য প্রাক বিষয় বস্তুতে। উনি ১টি টাকাও খরচ করেন নাই। টাকা তাহলে কোথায় গেল? আরে সব টাকা তো উনার পেটে। কিন্তু উনার পেটে এত টাকা আটল কিভাবে এটা অবস্য একটা বিষ্ময়। তাহলে মাল সাহেব আবার তার মাল বৃদ্ধি করার জন্য ধার নেন নাই তো? এবার আসি আমাদের কথায়।

আমরা সাধারন মানুষ। জীবনের চাহিদা মেটাতেই হিমশিম খাই, এত সব দিকে দেখার সময় কি আমাদের আছে। আমরা সবসময় বলি আমরা আম জনতা মানে Mango People. আমরা খাব, ঘুমাবো আর ভোটের সময় যে বেশী টাকা খরচ করবে তাকে ভোট দিব। অথচ একবারও ভাবো না সে যে টাকা খরচ করতেছে তার ১০০ গুন টাকা অবৈধ পথে সে আয় করে নেবে! আর এর জন্যই আমরা এক সময় হা্ওয় ভবন কতৃক, এক সময় বাতাস ভবন কতৃক, এক সময় মেঘ ভবন কতৃক, আর কোন সময় গাছ ভবন কতৃক জন্মসূতে ভবন নির্মানের সুন্দর উপকরন হয়ে আসছি এবং হয়ে যাব। প্রায় ৬ মাস এখানে লেখা হয় না কারন আমার নিজের একটি ব্লগ আছে, ওখানেই লিখি।

আমার ব্লগ হল My Life Book . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।