আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ উপলক্ষে ইবি তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন

আজও আমি একাই রয়ে গেলাম :( বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ উপলক্ষে ইবি তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন তারুণ্য’র কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানায় --------- -----প্রফেসর ড. এম আলাউদ্দিন “মানবতার টানে এক সুতোয় বাঁধি রক্তের বাঁধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”। দিনটি পালন উপলক্ষে তারুণ্যের পক্ষ থেকে ৭ দিনব্যাপী নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, সেমিনার ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড। গতকাল রবিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান আলী ও তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন তারুণ্য’র সভাপতি সিরাজাম মুনিরা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি তারুণ্য’র কর্মীরা সেবামুলক ও জনকল্যানমূলক কাজ করে সকলের প্রশংসা অর্জন করেছে। তাদের এই কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানায়। তিনি বলেন, এ সংগঠনের সদস্যরা সংখ্যায় কম হলেও তাদের উদ্দেশ্য মহৎ। সকলের উচিৎ তাদেরকে সহযোগিতা করা।

ভাইস চ্যান্সেলর বলেন, মানুষ-মানুষের জন্য। আজ এই কথাটি প্রমান করতে সক্ষম হয়েছে তারুণ্য’র সদস্যরা। তারুণ্য’র এ ধরণের বহুমুখী ব্যতিক্রমধর্মী কার্য্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তৃতা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী শেষে ক্যাম্পাসে সচেতনতামূলক এক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারুণ্য’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “উক্ত কর্মসূচীর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্ত সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি। আমরা বিগত তিন বছর যাবত প্রায় ৩০০ জন রক্তদাতার মাধ্যমে মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করে আসছি। আমরা আশা করি এই কর্মসূচীর মাধ্যমে আরও ১০০০ জন রক্তদাতা সংগ্রহ করতে সচেষ্ট হব। ” তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২ ও ৩ জুলাই বিজ্ঞান অনুষদ ভবন, ৮ ও ৯ জুলাই অনুষদ ভবন ও ১১ জুলাই ব্যবসায় প্রশাসন ভবন ও ১৪ জুলাই আইন অনুষদ ভবনের সামনে রক্তদান উপলক্ষে সচেতনতামূলক প্রচার অভিযান ও ডকুমেন্টারি প্রদর্শণ এবং ১৫ জুলাই টিএসসিসি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.