আমাদের কথা খুঁজে নিন

   

এখন বিশ্বব্যাংক খারাপ, তাইলে এতদিন কি ধোয়া তুলসি পাতা আছিল? এখন দুর্নীতির কথা বলে বিশ্বব্যাংক, তাইলে এতদিন কি দুর্নীতি হয় নাই?

বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হইছিলো ১৯৭২ সালে। ৪০ বছর হইয়া গেল। কত প্রকল্প আইল গেল। বিশ্ব ব্যাংকের ঋণে, শর্তে কত কিছু হইল। সবুজ বিপ্লব হইল, বেসরকারি করণ হইল, পাট কল গেল, পড়ালেখা গেল, রাস্তা ঘাট হইল, রেল পথ গেল, নৌ পথ গেল, গাড়ি হইল, বাড়ি হইল, কনসালটেন্ট কনসালটেন্সি করলো, হাইব্রিড আইল, বাণিজ্য হইল, সাপ্লাইয়ার্স ক্রেডিট হইল।

আমেরিকা,জাপান, চীন, ভারত ব্যবসা করল। আমাগো কৃষি ফলবান হইল না, কৃষক শুকাইল, শিল্প ভিত্তি তৈরী হইল না, শ্রমিক শুকাইল- মাঝখানে সার্ভিস সেক্টর বাড়তে থাকলো। আমদানী রপ্তানি ব্যাবসা বাণিজ্য বাড়লো- বিদেশী জিনিস কেন আর বেচ- এই হইল আমাগো কাম। কই, আওয়ামি লীগ, বিএনপি-জামাত-জাতীয় পার্টির কোন হালার পুতরে তো কইতে শুনলাম না যে- বিশ্ব ব্যাংক তুমি খারাপ, তুমি রক্তচোষা, তুমি গরীব মাইরা বড় লোকের বড় দেশের সিন্দুক ভর, তুমি ঋণ ব্যাবসায়ী, উন্নয়ণ ব্যাবসায়ী! এখন যখন বিশ্বব্যাংকের ঋণের টাকায় সাধের পদ্মা সেতু থেইকা লুটের স্বপ্ন ভাইঙ্গা গেল, তখন চারিদিক থেইকা,বিশেষ কইরা আওয়ামি শিবির থেইকা, চিল্লা চিল্লি শুরু হইল বিশ্বব্যাংক নিজেই দুর্নীতি গ্রস্থ, এমনকি মিডিয়ায় এই মর্মে সংবাদও প্রকাশিত হইল! আরে শুয়োরের বাচ্চারা বেশ্ব্যাব্যাংক কি আজকে থেইকা চোষক? এতদিন বিশ্বব্যাংক আব্বুর সাথে মিইলা আমাগোরে চুষছো কোন সমস্যা আছিল না, এখন যখন আব্বু কান মলা দিছে, তখন আব্বু মারে, আব্বু ভালো না, তাইনা ? আবার, বিশ্ব ব্যাংকের ঋণ চুক্তি বাতিলের খবরে চুশীল সমাজের চোষকরা এমন চিল্লা চিল্লি শুরু করছে যে মনে হইতাছে বাংলাদেশেরই মরণ হইছে, এখন জানাজা পড়া বাকি! আবার বিএনপি তো বিশ্ব ব্যাংকের মারফতে আওয়ামীলগ রে ঘায়েল করার সুযোগ পাইয়া বলতে শুরু করছে "সরকারের অপকর্মে পুরো জাতির ওপর কালিমা" । আরে বাল এই জাতীয় দুর্নীতি কি আওয়ামি লীগে আইজকা প্রথম করছে? আগে করে নাই? আর তোমরা সাধু সাজ কেন? তোমরা কর নাই? সামনে ক্ষমতায় গেলে তোমরা করবানা? মজার প্রশ্নটা কেউ করে না! বাংলাদেশের সকল প্রকল্পে সকল সময়েই দুর্নীতি হয়, এই কথা জানার পরও গত চল্লিশ বছর ধইরা বিশ্বব্যাংক তার ঋণ ব্যাবসা চালু রাখছে বাংলাদেশের সাথে।

তাইলে পদ্মা সেতু নিয়া কি এমন ঘটল যে বিশ্ব ব্যাংক হঠাৎ ন্যায় পরায়ণাতার অবতার সাইজা বসল? কনফ্লিক্ট অব ইন্টারেষ্ট? কনফ্লিক্টট কি নিয়া ছিল? আবুইল্লা গং এক বিদেশী কোম্পানিরে কাজ দিয়া টুপাইস কামাইতে চাইছিল, আর বিশ্ব ব্যাংক তার ঋণদাতা দেশ/সংস্থা/কোম্পানির স্বার্থ রক্ষার্থে চাইছিল অন্য কোম্পানিরে কাজ দিতে? দুর্নীতি টুর্নীতি এইসব হইল অযুহাত- আসল সমস্যা হইল লুটপাটের ভাগাভাগি নিয়া? আপনারা কি কন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।