আমাদের কথা খুঁজে নিন

   

দেশ বিভক্তির খেলা না খেলাই ভালো!

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গোটা জাতি ছিল স্বাধীনতার পক্ষে, হাতেগোনা কয়েকজন বাদে। এই যে বললাম হাতে গোনা, তার প্রমান হলো ক) ১৯৭০ এর নির্বাচনের ফলাফল খ) মুক্তিযুদ্ধ শুরু হলে সরাসরি যারা যুদ্ধ করতে পেরেছেন তাদের পাশে ছিল গোটা জাতি, যেটা আমরা দেখেছি গেরিলাদের আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে নানাভাবে সহযোগীতা করতে। এগুলো স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধ ভিত্তিক নির্মিত নানান চলচ্চিত্রেও প্রতিফলিত হয়েছে। গ) ১৯৭২ সালে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিংবা ক্ষমা করা হয়েছিল তাদের সংখ্যা এখন এ বিষয়ে বোধকরি কারোই দ্বিমত নেই যে তখন বিচার না হলেও এখন করা যাবে না এটা কোন কথা হতে পারে না। তো ৪২ বছর পর হলেও বিচার চলছে, প্রকৃত অপরাধীরা কঠোর সাজা পাক, সেটা সবাই চায়।

কিন্তু এটাকে কেন্দ্র করে পুরো দেশে যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে সেটা কারোই কাম্য ছিল না। এই অরাজকতার ম্যান্ডেট জাতি কাউকে দেয় নাই। গোটা জাতি আজ বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা স্বীকার করা হচ্ছে না, বলা হচ্ছে, সবকিছু ঠিক আছে। আসলে ঠিক নেই। আর তার অন্যতম কারন হলো দুটো প্রধান দলের বিভিন্ন বিষয়ে বিপরীতমুখী অবস্হান।

১৯৯০ থেকে এ দু দলের প্রাপ্ত ভোটের ফলাফল হিসেব করলেও বোঝা যায় জাতি এই দুটি দলের পিছনে সমানভাবে বিভক্ত। তাহলে যে কোন গুরুত্বপুর্ন বিষয়ে দুটি দলের সংলাপের ভিত্তিতে ঐক্যমত ছাড়া একতরফাভাবে কোন কিছু করলে সেটার ফল শুভ হতে পারে বলে মনে হয় না। এছাড়াও আগুনে ঘি ঢালছে অনাহুতভাবে যুদ্ধাপরাধ ছাড়াও বেশকিছু সেনসেটিভ বিষয়কে সামনে নিয়ে এসে যেগুলোর অবস্হান আমাদের সমাজে, সংবিধানে গত ৪২ বছরে কখনো থাকা বা না থাকা সত্বেও তেমন কোন সমস্যাতো হয়ই নাই বরং আমরা ঠিকই এগিয়ে গিয়েছি, কখনো কখনো অনুধাবনও করা যায় নি যে ওগুলো আছে কি নেই। অথচ এখন কেউ কেউ এমনভাব করছেন যে এগুলোর একটা ফয়সালা না হলেই যেন নয়। আর আমি মনে করি, ঐসব বিষয় শক্তি দিয়ে ফয়সালা করতে গেলেই ষোল কোটি মানুষের ৮ কোটি একদিকে আর ৮ কোটি থাকবে অন্যদিকে।

তাহলে চিন্তা করুন কি ভয়ংকর খেলার দিকেই না আমরা এগিয়ে যাচ্ছি, দেশ বিভক্তির খেলা! যা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহনযোগ্য হতে পারে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।