আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রেমের চিঠি: পরিবেশনায় অন্তু

অরুণালোক অন্তু : রাইসা, দ্যাখ দ্যাখ, তোর কাছে বারাক ওবামা প্রেমের চিঠি লেখছে! রাইসা: ঐ ব্যাটারে তো মোবাইলে আমি ২০ বছর পরে চিঠি দিতে কইছি। কিন্তুক-- এত আগেই চিঠিখান লিখলো ক্যান। পড় তো দেখি আপু, ব্যাটায় কি লেখলো? অন্তু: পড়ছি শোন- ‍"প্রিয় হাইসা! আশা করি ভাল আছো। তুমি কইছিলা, তোমারে বিশ বছর পর য্যান আমি প্রেমের চিঠি লেখি। কিন্তু আমি ভাইবা দেখলাম, এইবার ইলিকশনে ফেল মারলে আমি পদব্রজে বিশ্ব ভ্রমণে বাইর হমু।

সারা দুনিয়া ঘুরতে ঘুরতে আমার ২০ বছর লাগবো, এবং আমি যহন বাংলাদেশে আমু, তহন তোমার বয়স হইবো ২৪। তহন তুমি তোমাগো দ্যাশের ইডেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা। তো, আগে থেইকার তোমারে বুকিং দিয়া রাখলাম। অবশ্য মিশেল ওবামা ইট্টুখানি ঝামেলা করবো, আমি ওরে পাত্তা দেই না, খালি তোমারেই ভালবাসি। আমি কিন্তুক আশায় রইলাম।

তুমি আবার অন্য কোন আদম দাদার খপ্পরে পইরা আমাকে কান্দাইও না। মনে থাকবো তো? তয় কথা হইব মোবাইলে। লাইনে থাইকো। ইতি তোমার একমাত্র প্রেমিক বারাক ওবামা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.