আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তন ধরতেই পারেনি নকিয়া

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। মোবাইল বাজার সম্পর্কে ঠিকমতো ধারণা করতে ও যথোপযোগী উদ্যোগ নিতে পারেনি ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। স্মার্টফোন ও বেসিক ফোনের ক্ষেত্রে বাজারে নিজেদের অবস্থান খুইয়ে এখন সমস্যার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। নকিয়ার বর্তমান সমস্যার পেছনে দূরদর্শিতার অভাব ছিল বলেই মনে করেন নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার নকিয়ার বর্তমান অবস্থা বিষয়ে এ মন্তব্য করেন ইলোপ।

ইলোপ বলেছেন, ‘অতীতে নকিয়ার সুসময়ে আমরা আলাদা বা নতুন কিছু করতে পারতাম। কিন্তু প্রযুক্তি এত দ্রুত পাল্টে যাবে, এতটা দূরদর্শিতা নকিয়া দেখাতে পারেনি। আর এই কারণেই নকিয়া সমস্যায় পড়ে গেছে। ’ ইলোপ জানান, এ ক্ষেত্রে চীনের বাজারের কথা বলা যায়। চীনের বাজারে অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনের দাম কমতে শুরু করলেও নকিয়া তা ধরতে পারেনি।

আর এই পরিবর্তনটা এত দ্রুত ঘটে গেছে যে নকিয়ার জন্য বর্তমান অবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, সম্প্রতি নকিয়া স্মার্টফোনের ক্ষেত্রে ১৪ বছরের শীর্ষত্ব খুইয়েছে বাজারে। ইলোপ আরও জানিয়েছেন, নকিয়া সম্প্রতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাইক্রোসফটের সঙ্গে চুক্তি ও কর্মী ছাঁটাই তারই অংশ।

সুত্র : প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.