আমাদের কথা খুঁজে নিন

   

"no title"

:) বৃষ্টিতে চেয়েছিলাম ভিজতে হতে চেয়েছিলাম ঘরে ফেরা ভেজা মাছ রাঙ্গা হতে চেয়েছিলাম মেঘে ঢাকা আকাশের এক মাত্র তারা যদি বলি এই বৃষ্টি আমার যদি বলি আকাশের মেঘের কান্না বৃষ্টি যে কান্না মিশে গেহে আমার অশ্রুর সাথে তবুও বলবো না ভেজা এ বৃষ্টি আমার। হতে চেয়েছিলাম চাতক পাখি মেঘের ভিরে যে হারাতে চায় পেতে চায় বৃষ্টি ঘেরা মেঘের সাম্রাজ্য ক্লান্ত পাখি পায় না দেখা মেঘের এভাবে সমাপ্তি হয় বৃশ্তি খোজা এভাবেই হয় সব নিঃশেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।