আমাদের কথা খুঁজে নিন

   

এই ঈদে আসুন অল্প পুজিতে নিজে কিছু করি ।

সামনে ঈদ,সবাই ই কিছু না কিছু কিছু করতে চাচ্ছেন,তবে সবার সমস্যা এক জায়গাতে সেটা হল ইনভেস্ট,এ ব্যপারে আমার একটা প্লান আছে,ঈদ উপলক্ষে কাপড়ের বিজনেস করা। আমার পছন্দ জিন্স,শার্ট,টি শার্ট,পাঞ্জাবিও করা যায় কিন্তু ঈদ শেষ হয়ে গেলে সেল করতে একটু কস্ট হবে। জিন্স,শার্ট,টি শার্ট এগুলোর দাম খুব বেশি না,যা দেখলাম ১০০০০টাকা তে আপনি আপনি ভাল কোয়ালিটির জিন্স,শার্ট,টি শার্ট কিনে বাসায় বসে ব্যবসা করতে পারেন,পরিচিত মানুস দের জানিয়ে দেন দেখবেন দোকান থেকে যা কিনবে ১৬০০টাকা তে সেটা যদি ১২০০টাকায় পায় তাহলে আপনার কাছ থেকে নিতে প্রব্লেম কি? এত কম এ সেল করেও আপনার হাতে ভাল প্রফিট থাকবে। আবার আরেক ভাবে করা যায় যদি আপনার পরিচিত কিছু দোকান থাকে,আর বিশ্বস্ত কিছু লোক। ঈদ উপলক্ষে সবাই এখন দোকান ভর্তি করে কাপড় রাখে,আপ্নি যদি কয়েকটা স্যাম্পল কিনে তাদের কে দেখান এবং দাম যদি এক্টু কম পায় তাহলে আপনার কাছ থেকেই নিবে,অবস্যই ডিজাইন টা ভিন্ন হতে হবে নয়ত আপনার কাছ থেকে নেবে কেন,স্যাম্পল দেখে যদি পছন্দ হয় কিছু টাকা অ্যাডভাঞ্চ নিবেন,এবং কোয়ান্টিটি বেশি হলে লাভ টা কম রেখে ডেলিভারী দেবেন।

সারা বছর বিজনেস টা করতে পারেন। লাভ কিন্তু খারাপ না। আরেক ভাবে করা যায় সেটা হল নিজে ডিজাইন করে টি শার্ট সেল করা,দোকান গুলোতে স্যাম্পল দেখালে,ওদের যদি পছন্দ হয় তাহলে নিয়মিত ব্যবসা করে যেতে পারবেন। বেশি ঝামেলা না করতে চাইলে প্রথমের টা করতে পারেন। এবার আসুন সবাই মিলে আলোচনা করি কি কি প্রব্লেম হতে পারে এবং কিভাবে সল্ভ করা যায়।

ধন্যবাদ  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।