আমাদের কথা খুঁজে নিন

   

লালনের শাস্ত্র কানা গানটির প্যারোডিতে বর্তমান কানাদের বিবরণ (সংশোধিত পোস্ট)

মশিউর রহমান মিঠু লালনের শাস্ত্র কানা গানটির প্যারোডি করলাম, দেখেনে তো র্বতমান কানাদের চিহিৃত করা যায় কিনা? ====================== সংসদ আইন আর রাষ্ট্র কানা আরেক কানা এডভাইজার এসব দেখি কানার হাট-বাজার\ শাসকদল কানা অহংকারে, বিরোধীদল কানা অনবিচারে পুলিশ কানা ছোগলখোরে, ডান্ডামেরে সেবা করে পুলিশ কানা ছোগলখোরে, আইনের ফাঁদে পকেট ভরে ক্রস-ফায়ারে মানুষ মারে, জানেনা অপরাধ তার। এসব দেখি কানার হাট-বাজার\ বনিক বলে মন্ত্রকেরে, আনন্দভ্রমন করে আপনি মশাই খুশি হলে,লালে লাল হবে কারবার। এসব দেখি কানার হাট-বাজার\ নেতায় নেতায় ওলামেলা, আমলাতে খায় রসগোল্লা দুর্নীতি, মূল্যসন্ত্রাসে, দুদকে খায় সাগর কলা-গো। পাবলিক কানা অন্ধকারে, বাঁচার পথ যে পায়না আর। এসব দেখি কানার হাট-বাজার\

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।