আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর পূর্নাঙ্গ টিউটোরিয়াল। এখন আপনিই হবেন স্বীকৃত ফ্রিল্যান্সার।

চারপাশে যখন সীমাহীন শূন্যতা, ভেঙ্গে পড়োনা বন্ধু। একাই বাচতে শিখ..একাই বাচতে হবে। ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট আউটসোর্সিং এর ক্ষেত্রে অত্যন্ত চাহিদাপূর্ন একটি বিষয়। এ বিষয়ে দক্ষ হতে হলে আপনাকে কম্পিউটার সায়েন্স এর কোন স্টুডেন্ট হতে হবে এমন টি নয়। বরং আপনি যে কোন বিভাগেরই হোন না কেন, ইংরেজির উপর মোটামুটি ভাল ধারনা থাকলেই আপনিও হতে পারেন দক্ষ ওয়েব ডিজাইনার/ডেভেলপার।

আপনার যদি ইন্টারনেট ব্রাউজিংয়ে স্বচ্ছ ধারনা থাকে, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে হলে আপনার এমন কি কোন প্রাতিষ্ঠানিক কৌচিং এরও প্রয়োজন হবে না। ইন্টারনেটের কল্যানে ঘরে বসেই রপ্ত করতে পারেন পুর্নাঙ্গ ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট। তবে আপনাকে জানতে হবে আপনি কি দিয়ে শুরু করবেন। আমি এখানে ছোট্ট একটি তালিকা তৈরী করেছি। আপনি নিচের তালিকার ক্রমানুসারে শুরু করতে পারেন।

1) HTML 2) CSS 3) PHP 4) Java Script 5) MySQL 6) Wordpress 7) Joomla আর উপরোক্ত বিষয়গুলো শেখার জন্য অত্যান্ত গুরুত্বপুর্ন কিছু বাংলা ওয়েব সাইট হল: 1) http://bn.jinnnatulhasan.com 2) http://www.webcoachbd.com 3) Click This Link এছাড়াও ইংরেজি যে ওয়েব সাইটগুলো আপনার বিশেষ কাজে আসবে: 1) http://html.net/ 2) http://www.w3schools.com 3) http://www.tizag.com 4) http://www.quackit.com ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জগতে আপনার যাত্রা শুভ হোক এই শুভ কামনায় আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাকবেন।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।