আমাদের কথা খুঁজে নিন

   

হে পুরুষ সম্প্রদায় দেখুন আপনারা কি পরিমান বৈষম্যের শিকার!!

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর দামি ড্রেসিং টেবিলের সামনে রুপচর্চায় ব্যস্ত এক নারী ড্রেসিং টেবিল দূরে থাক সামান্য আয়নার অভাবে ল্যাপটপ দিয়েই আয়নার কাজ সারছে এক হতভাগা পুরুষ পুরুষ মানুষের দামি একটা শার্ট ১২০০-১৫০০ টাকা অন্যদিকে নারীদের জামার দাম ৪-৫ হাজার, পুরুষের মধ্যম মানের লুঙ্গীর দাম ২০০-৩০০ টাকা হলেও মহিলাদের সাধারন শাড়ির দাম ২-৩ হাজার টাকা, পুরুষ মানুষ যেখানে এক টুকরা আয়নার সামনে নিজেদের সৌন্দর্য চর্চা করেন সেখানে মহিলারা হস্তী সাইজের দামি ড্রেসিং টেবিলের সামনে করে তাদের রূপচর্চা, পুরুষেরা যেখানে ১০-১৫ মিনিটে নিজেদের রুপচর্চা শেষ করে সেখানে মহিলারা ক্ষেত্র বিশেষে ২-৩ ঘণ্টা সময়ও ব্যয় করে, মহিলারা পারচুনা-খাইচুনা নামক পার্লারে গিয়ে মাসে কয়েক হাজার টাকা দিয়ে এলেও পুরুষ মানুষ মোড়ের দোকান থেকে ৩০-৪০ টাকায় দাড়ি-মোছ কামিয়ে আসে, বাজারে জামা কাপড় কিনে ব্যাগ ভরান মহিলারা আর সেই ব্যাগ কাঁধে বাচ্চা সহ টানা লাগে পুরুষদের...এমন হাজারো বৈষম্যে পুরুষ জাতির মাঝে আজ চাপা ক্ষোভ বিরাজ করছে। আবার কেউ কেউ বোবাকান্নায় বুক ভাসাচ্ছেন। তাই সরকারের কাছে অবিলম্বে আমাদের আহবান অবিলম্বে নারী'র মত পুরুষের অধিকার নিশ্চিতে আইন প্রনয়ন করার জন্য।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।