আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় ধূমপান

ধূমপান প্রতিরোধী টিকা! যুক্তরাষ্ট্রের গবেষকেরা ধূমপানের প্রতিরোধক টিকা তৈরিতে কাজ করছেন। এই টিকা নিলে শরীরে নিকোটিন মিশতে পারে না। ফলে ধূমপানের অভ্যাস কেটে যাবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। গবেষকেরা ধূমপান প্রতিরোধী এই টিকা বর্তমানে ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পেয়েছেন।

তবে মানুষের ক্ষেত্রে এই টিকা প্রয়োগের আগে আরও গবেষণা করতে চান তাঁরা। সায়েন্স ট্রান্সসেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ধূমপান প্রতিরোধী টিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা রক্তে নিকোটিন মিশতে দেয় না। গবেষক রোনাল্ড ক্রিস্টাল এ প্রসঙ্গে জানিয়েছেন, এই টিকার অবশ্যই উপকারী দিক থাকবে। গবেষণায় দেখা গেছে, টিকা প্রয়োগে যে অ্যান্টিবডি তৈরি হয় তা রক্তকে পরিষ্কার করে ও নিকোটিন থেকে দূরে রাখে। গবেষকেরা জানিয়েছেন, ধূমপান প্রতিরোধী টিকা গ্রহণ করার পর কেউ আবার ধূমপান শুরু করলে তাতে তাঁর অনীহা চলে আসবে; কারণ ধূমপানের প্রতি সে আর কোনো আকর্ষণ বা আসক্তি অনুভব করবে না।

বিস্তারিত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।