আমাদের কথা খুঁজে নিন

   

এ কী হাল !!! দেশের ৫৫ জেলা তথ্য-বাতায়ন বন্ধ !!!

কারিগরি ত্রুটির কারণে দেশের ৫৫ জেলার তথ্য বাতায়ন বন্ধ রয়েছে। ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে দেখা যাচ্ছে... jtablesession::Store Failed DB function failed with error number 1146 Table 'dc_rangpur.jos_session' doesn't exist SQL=INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` ) VALUES ( '7b00972f4f713f2bf21fb9cc6bf36541','1340879245','','0','1','0' ) গত কয়েকদিন ধরেই তথ্য-বাতায়নের ওয়েবসাইটগুলোতে এ অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুর ১টায় শুধু বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা জেলা; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর ও বান্দরবান; খুলনা বিভাগের বাগেরহাট, যশোর ও মেহেরপুর জেলার ওয়েবসাইটগুলো সচল পাওয়া গেছে। তবে ঢাকা, রংপুর, সিলেট, রাজশাহী বিভাগের সবগুলো জেলার তথ্য বাতায়ন কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। তথ্য-বাতায়ন বা ওয়েবসাইটগুলো বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন হিসেবে দাবি করা হলেও সাইটগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ না থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তথ্য-বাতায়নগুলো সচলের ব্যবস্থা করা প্রয়োজন । সূত্র : BanglaNews24

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।