আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখ নিয়ে ২ টি কবিতা

বাংলা নববর্ষের আগমনে ১লা বৈশাখ উপলক্ষে দুটি কবিতা হে বৈশাখ ********** হে বৈশাখ তুমি এলে নতুন দিনের নব্বারতায় নব উচ্ছল ও আনন্দ দ্বারায় নতুন দিনের কুসুম ও কলি ধরনির বুকে তাই রাঙ্গালে নব সুখে সৃষ্টিরা হাসে অনিন্দ্য সুন্দরও উল্লাসে জাগে নব রূপে বসুন্ধরা নব দিগন্তের দোয়ার খুলে ঐ সাজে পত্র পল্লব সজিবতায় ফুটে পুস্প মল্লিকা অজস্র দ্বারায় বাজে কত রাগ রাগিণী নব নবীন হাসে প্রান খুলে মাঠের বুকে কত বিচিত্রতায় নতুন ধানের গন্ধ বিলায় স্বপ্ন ছবি আঁকে কৃষাণেরা সবুজ আঙ্গিনা ভরিয়ে নিলে তাই ১লা বৈশাখ এলে নব নব আনন্দ দ্বারা বহে দিলে । কাল বৈশাখী বাংলার বুকে ************* গুরু গুরু ডাকে কাল মেঘ পুঞ্জ ঘিরে আকাশটাকে হটাৎ বহে বায়ু শন শন বাজে ঘূর্ণি নাছন লোকালয় তরু দ্বয়ে কাঁপন ধরে কাঁপে পাতা পত্তর থরথরে কড় কড় সড়াৎ ক্ষনে পড়ে বাজ পাহাড়ের গাঁয়ে কভু ভেঙ্গে পড়ে সাজ বিদ্যুৎ চমকায় এদিক ওদিক মাঠ ঘাট হতে লোক ছূটে দিক বিদিক বাড়ি ঘর পাতা খড় ওড়ে টিন চাল ভেঙ্গে পড়ে হরেক বৃক্ষ লতা ডাল গরিব নিঃস্বদের নড়ে বড়ে ঘর ওড়ায় ঘুড়ীর মত , আসে সে খবর ছিন্ন বিচ্ছিন্ন হয় মাঠের ফসল দুমড়ে মুচড়ে পড়ে শস্য তরু ফল ধুয়ার আবেশে ওড়ে শোকনো পাতা পথিকের উড়ে যায় হাতের ছাতা পাখীরাও নীড় হারা অশান্ত ডাকে বাংলার বুকে বজ্রনিনাদ আওয়াজ কাল বৈশাখে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।