আমাদের কথা খুঁজে নিন

   

গাছের ডালে তাবিজ ঝোলে

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া আমার এক বন্ধু একটি মেয়েকে খুব পছন্দ করে । কিন্তু ভালবাসি কথাটা বলতে পারে না। কারন সে অতি লাজুক। লাজুক হলে কি হবে! মেয়েটিকে এত পছন্দ করে যে, সে একদিন না খেয়ে থাকতে রাজি, কিন্তু এক মুহূর্ত মেয়েটিকে না ভেবে থাকতে রাজি না। এই খবর তার খালাত বোন জানতে পারে।

জানার পর তাকে বুদ্ধি দেয়, তাদের গ্রামে নাকি এক জন ভাল কবিরাজ আছে তাবিজ দিয়ে ভালবাসা করে দেয় । সে তার কাছে যেতে বলে। যেই কথা, সেই কাজ। বন্ধুটি যায় কবিরাজের কাছে । কবিরাজের নাম ডনক কবিরাজ ।

নামও যেমন কামও তেমন। বন্ধুটি সব কথা খুলে বলে কবিরাজকে। কবিরাজ শুনে বলে- এটা তো তেলেসমাতি ব্যাপার । এক তাবিজেই খাঁচায় বন্দী । সেটা কিভাবে ? আমি একটা তাবিজ দিব, সেটা গাছের উঁচু ডালে বেঁধে দিতে হবে।

তাতে কি হবে ? তাবিজটা বাতাসে ঝুলবে, মেয়েটার মনটাও ঝুলবে। তাতে ভালবাসা হবে। বাহ ! বাহ ! দারুন তো । এক্ষুনি দেন । আগে ৫০০ টাকা দাও ।

আমি টাকা ছাড়া কাজ করি না । বন্ধুটি ৫০০ টাকা দিয়ে গাছের ডালে তাবিজ ঝুলাল ভালবাসার জন্য। তাবিজটি ঝুলতেই থাকল । বন্ধুটি ভালবাসা ভুলতেই থাকল। ভালবাসা আর হল না ।

তারপর থেকে বন্ধুটির সাথে দেখা হলেই বলি- " গাছের ডালে তাবিজ ঝোলে" । এই লিঙ্ক এ যাওয়া নিষেধ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।