আমাদের কথা খুঁজে নিন

   

জুম্মার নামাযের সামাজিক গুরুত্ব

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. প্রশ্নটি আস্তিক মুসলমান ভাইদের প্রতি। জুম্মার নামাযের ধর্মীয় গুরুত্বতো আছেই। সেটা যারা ধর্ম নিয়ে ভালো জ্ঞান রাখেন তারা ভালো বলতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়। ১. সপ্তাহে অন্তত একটি দিন ঈদ ঈদ একটা ভাব আসে।

২. সারা সপ্তাহ পরিবারের পুরুষদের নিজেদের সাথে কথা বলার সুযোগ/সময় না থাকলেও এই একটি দিনে একসাথে নামায পড়তে যাওয়াও পারিবারিক বন্ধন মজবুত করতে সহায়তা করে। ৩. মসজিদে এই দিনে সমাগম বেশি হয়। যা পুর্ণর্মিলনীর মতো হয়। ৪. সারা সপ্তাহে দান-খয়রাত না করলেও এই দিনে পাঞ্জাবীর পকেটে কিছু টাকা নেয়া হয় গরীবদের দান করার জন্য। এটা গরীবদের জন্য সুখকর।

৫. সারা সপ্তাহে মৃত আত্মীয়ের কথা মনে না করলেও এই দিনে অন্তত তাদের কথা মনে করে কবর যিয়ারত করতে যান। ৬. অনেকে সারা সপ্তাহে অনেক আকাম-কুকাম করলেও জুম্মার নামাযের কথা চিন্তা করে এই দিন অন্তত আকাম করা থেকে বিরত থাকেন। মেয়েদের প্রতি আহবান প্রিয়জনদের জুম্মার নামায পড়তে উৎসাহিত করুন। সহব্লগারদের কাছে আহবান নিজে পড়ুন অন্যদেরকেও উৎসাহিত করুন। আর মাথায় আসছে না।

আলসে মানুষ এতোগুলা লিখে ফেলছি এই ঢের ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

আরো পড়ুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।