আমাদের কথা খুঁজে নিন

   

এস এল আর ক্যামেরা কিনবো, কিন্তু কোথা থেকে কিনবো???? কোথা থেকে কিনলে ঠকতে হবে না???? কেউ কি জানাবেন???

এভাবে সমস্তই আগের মত রইবে সময়টা অসময়েই বইবে অনেকে বলে বাইতুল মকাররামে এবং বসুন্ধরা সিটি তে বিক্রি করা এস এল আর ক্যামেরা গুলো নাকি পুরনো.. তারা নাকি পুরনোকে নতুন বলে বিক্রি করে???.। সেটা কি ঠিক???????? নাকি, JAN associates (Official distributor of Canon ) থেকে কিনবো, কিন্তু এখানে আবার দামটা বেশি নেয়। প্রায় ৮-৯০০০ টাকার মত বেশি গুন্তে হবে যদি JAN associates থেকে কিনি। এখন কি করবো ভেবে পাচ্ছি না। তবে, বাইতুল মকাররামে এবং বসুন্ধরা সিটি তে বিক্রি করা এস এল আর ক্যামেরা গুলো যদি Official distributor দের মত একই মানের হয়ে থাকে, তবে বাইতুল মকাররামে অথবা বসুন্ধরা সিটি থেকেই কিনবো কেউ কি আমাকে এইটুকু জানাবেন যে, বাইতুল মকাররামে এবং বসুন্ধরা সিটি তে বিক্রি করা এস এল আর ক্যামেরা গুলো একদম নতুন কিনা????????? ক্যামেরা সম্পর্কে আমার কোন ধারনাই নেই এ জন্য একটু কনফিউশন লাগে... টাকাটাও তো মোটামুটি ভালই লাগবে। এ জন্যই যত ভয়। আর, আরেকটা কথা। নিকন D3100 কিনলে কেমন হয়? ভেবেছিলাম ক্যানন 550D কিনবো কিন্তু টাকায় পোষাচ্ছে না। কি কি feature নিকন D3100 তে আছে কিন্তু ক্যানন 550D তে নাই। নিকন D3100 কিনলে পরে আফসোস করবো নাকি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।