আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচারী বুয়া

সে আমাদের বুয়া নয় কিন্তু ভূয়া ! সব কিছুতে কেবল তারই ছোঁয়া !! অফিসারের ভাষায়, ডিমান্ড সে যে জানায়! কোনো কথা দেয় না সে পড়তে মাটিতে , উন্মুখ থাকি রুমমেটরা পা দু'খানি চাটিতে ! সে আমাদের বুয়া নয় কিন্তু ভূয়া ! সে যে আমাদের স্বৈরাচারী বুয়া । পিয়াজ, মরিচের পড়লে আকাল , বুয়া মোদের হয়ে যায় তালমাতাল। ধর্য্য নাহি ধরে সে আর , হয়ে যায় মোদের মরণ এবার! নগ্ন পায়ে , নগ্ন গায়ে মুদি পাড়ায় দেই হানা । খেতে যে হবেই মোদের খানা ! সে কিন্ত নয় ভূয়া, তিনি আমাদের স্বৈরাচারী বুয়া !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।