আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে ১০০০মিটারের ইমারত

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা উচ্চতার সাথে আরব দেশের নির্বাহি প্রধানদের মনে হচ্ছে একটি নিরব প্রতিযোগিতা চলছে। দুবাইতে বুর্জ আল খলিফা নির্মান করার পর এখন জানা যাচ্ছে সৌদি আরবে ১০০০মিটারের ইমারত নির্মান করা হবে, শহরটি হচ্চে জেদ্দাহ। দুবাই এর বুর্জ আাল খলিফার উচ্চতা ছিল, ৮২৮ মিটার। ২০১০খৃঃ সালে এটির নির্মান কাজ সম্পন্ন করা হয়। সৌদি আরবে ১০০০মিটারের ইমারত এর নাম দেয়া হচ্ছে "কিংডম টাওয়ার"। এর বিস্তারিত বিবরন হচ্ছে নির্মাতা: কিংডম হোল্ডিং, ধনকুব পৃন্স আল ওয়ালিদ কর্তৃক পরিচালিত = নির্মান ব্যয় প্রক্কলিত ১,২০০,০০০,০০০ অর্থাৎ ১দশমিক২ বিলিয়ন ডলার = চারটি চার ঋতুর হোটেল সহ চার ঋতুর বাসা বড়ি, এপার্টমেন্ট, দাপ্তরিক জায়গা ইত্যাদি থাকবে এই ইমারতে। = ৫৯টি লিফ্ট থাকবে সর্বোচ্চ তলার কাছাকাছি য়াবার জন্য, গতি ২২দশমিক৩ মাইল প্রতি ঘন্টায় = ১২ টি চলন্ত সিঁড়ি = একটি ৯৮ ফুট ব্যস এর পেন্ট হাউস থাকবে ১৫৭ তলায় = ফ্লোর স্পেস পাওয়া যাবে ৫০০,০০০ বর্গমিটার তেল ফুরিয়ে গেলে এই দৈত্য ইমারত কি কাজে আসবে, তা সহজেই অনুমান করা যায় (অর্থাৎ কোন কাজে আসবে না)

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.