আমাদের কথা খুঁজে নিন

   

অধ্যাপক আবু সাইয়িদ বনাম মাহফুজুর রহমান

হাতেগোনা কয়দিন আগেই অধ্যাপক আবু সাইয়িদকে নিয়া আমাদের সংসদে বিরাট প্রতিবাদ সমাবেশ (যা কিনা আমাদের প্রধাণ রাজনৈতিক দলের ওরফে সরকারের মানসিকতার জ্বলজ্যা্ন্ত উদাহরন ) হতে দেখেছি। এ নিয়ে এই ব্লগেই চ্রম চুলাচুলি, প্রতিবাদ হতে দেখেছি। মাহফুজ সাহেবকে নিয়েও এই ব্লগে একই কান্ড দেখতেছি। এখন পর্যন্ত সংসদের কোনো আপডেট পাইনাই। যেই সংসদরা ছাপা খবরের উপর ভিত্তি করে অধ্যাপক আবু সাইয়িদকে অপমান করলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার অপমানের (যার রীতিমত ভিডিও ফুটেজ পাওয়া গেছে) কোন প্রতিবাদ করেছেন এরকম কোনো খবর এখনও দেখি নাই।

এতে বুঝা যায়/আন্দাজ করতে পারি, মাহফুজ সাহেবের ক্ষমতার জোর কতটুকু হতে পারে। এখন পর্যন্ত যা দেখতেছি যারা মাহফুজ সাহেবকে নিয়ে লিখছেন, বেশিরভাগই সাংবাদিক সমাজের প্রতিনিধি। এই ব্লগের ব্লগারদের অলরেডি আস্তিক/নাস্তিক, AL/BNP /JP /JS , রাজাকার/ভাকুর/ছাগু /ভাদা /পাদা , বাম/ডান, হিন্দু/মুসলমান, ১৮+, অ্যাড এজেন্সির/থার্ড-পার্টি পেইড ইত্যাদি ভাগে মেরুকরন করা যায়। এখন সাংবাদিকদের আরো অনু-মেরুকরন (!) করা যাবে। কিছু সচেতন ব্লগার যারা সমসাময়িক ইস্যুগুলোতে সোচ্চার থাকেন, তারা অনেকেই এখনও চুপ।

বেশিরভাগ ব্লগাররাই মজা নিচ্ছে, যেটা এই ব্লগে স্বাভাবিক। এর পরবর্তী পর্যায় হোলো, নতুন ইস্যুর অপেক্ষা করা। ততদিন কোনো ইস্যু বেচে থাকেনা। যে কয়জন ব্লগারের লেখা পড়ি, তাদের কেউ কেউ সর্বশেষ ইভ টিজিং ইস্যু নিয়ে অনেক লাফালাফি করেছেন, কিন্তু এটাকে জাতীয় ইস্যু বানাতে পারেননি। কেউ কেউ গার্মেন্টস কর্মিদের আন্দোলন নিয়ে সোচ্চার থেকেছেন।

উনারাও এই সমসাময়িক জাতীয় কেলেংকারী (বাংলাদেশী সাংবাদিক, সাংবাদিকতা, মিডিয়া কর্মী, বিজ্ঞাপণ ব্যবসায়ী তথা লোকাল কর্পোরেট মালিকপক্ষ) বিষয়টাতে চুপ আছেন। হতে পারে তারা যে ফেল মেরেছেন, এই আঘাত এখনও কাটেনাই। আমি উনাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার জন্য লিখছি। ধারাবাহিক ভাবে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলোতে কোথায় যেন একটা যোগসূত্র আছে। অধ্যাপক আবু সাইয়িদ স্যার খালি এমপিদের কথা বলেছেন, আমার মনে হয় উনার কথাগুলা আমাদের জাতীয় পর্যায়ের সামগ্রিক মানসিকতাকেও প্রতিনিধিত্ব করে।

বিশ্বের সবচেয়ে/অন্যতম দূর্নীতিবাজ দেশের মানুষ হিসেবে, নীতিগতভাবে আমরা মনে হয় চরম একটা দু:সময় পার করছি। আর বাংলা ব্লগ সমাজ তারই চলমান প্রতিফলন। বিনা স্বার্থে বা বিনা উস্কানিতে ব্লগাররাও আর ব্লগায় না। কিছুদিন ধরে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, যে সরকার ইচ্ছে করে দেশকে বিসৃংখলার দিকে ঠেলে দিচ্ছেন। ডা: ইউনুস কে নিয়ে যেরকম অনভিপ্রেত/উস্কানি মূলক কাজকারবার হয়েছে/হচ্ছে, সরকার কি মাহফুজ সাহেবকেও সমান গুরুত্ব দিতে যাচ্ছে? ডা: ইউনুস, মাহফুজ সাহেব এনারাই কি বাংলাদেশের পরবর্তি নেতৃত্ব হতে যাচ্ছেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।