আমাদের কথা খুঁজে নিন

   

একি মহাকাণ্ড-কি ভয়াবহ খবর -কোটি কোটি মানুষ না খেয়ে মরে আর বিশ্বে প্রতি বছর ১৩০ কোটি টন খাদ্য নষ্ট হয়!

সত্যিই বড় বিস্ময়কর এবং ভয়াবহ তথ্য বটে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ না খেয়ে মরে যাচ্ছে। সোমালিয়ার অভুক্ত মানুষগুলোর দিকে তাকালে এই সভ্যতাকে ধিক্কার দিতে ইচ্ছে করে। কিন্তু ঠিক এই দৃশ্যের পাশাপাশি -বিশ্বে প্রতি বছর একশ’ ৩০ কোটি টন খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে। এ পরিমাণটা হলো মোট উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ। প্রতিদিন বিশ্বে কোটি কোটি মানুষ না খেয়ে থাকলেও কখনই এসব খাদ্য ক্ষুধার্ত মানুষের মুখে পৌঁছায় না। আর আমেরিকাসহ বিশ্বের বড় বড় দেশগুলো মানবাধিকারের কথা বলেন ধিক তাদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।