আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীকে 'বাচাল' বলা এটিএন বাংলার চেয়ারম্যানের ধুর্তমী

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান খুব ধুর্ত ও চালাক প্রকৃতির লোক। সাগর-রুনি দম্পতির ব্যাপারে অশোভন মন্তব্য করে বিপদে পড়ার পর খুব সুচিন্তিতভাবে প্রথানমন্ত্রীকে 'বাচাল' বলেছেন। প্রিয় ব্লগার ভাইয়েরা আপনারা কি বুঝতে পারছেন এসবের অর্থ কি? নিশ্চয় আপনারা বুঝ গেছেন। দেশে পাগল ও অপ্রাপ্তবয়স্কদের অপরাধের বিচার হয় না। আমাদের মাহফুজ সাহেবও এখন পাগল সাজার চেষ্টা করছেন।

একারণেই বোধ হয়--সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে আমাদের প্রধানমন্ত্রীকে 'বাচাল' বলেছেন। জানি না--এটার সঙ্গে একুশে টিভির--কোন সংশ্লিষ্টতা আছে কিনা। আমি মনে করি মাহফুজ সাহেবকে বাচাতে কিছু অপবুদ্ধিজীবীদের কথামত উনি একথা বলেছেন। কারণ মাহুফুজসহ উনার ঘনিষ্ঠ লোকেরা ইতোমধ্যে জেনে গেছেন--সাগার রুনির ব্যাপারে মন্তব্য করার পরেই উনি ফেসে গেছ্নে। উনা সাগর-রুনি হত্যার সঙ্গে 'অঘোষিতভাবে' জড়িত।

বিশেষ দ্রষ্ট্রব্য: আমি জানি না দুইটা মন্তব্য একই সংবাদ সম্মেলন থেকে কিনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.