আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তার পানি পেতে মমতাকে সুরঞ্জিতের অনুরোধ করতে হবে কেন?

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। তিস্তার পানি বণ্টন চুক্তিতে সম্মতি দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। টাইমস অব ইন্ডিয়া এই নিউজটা আজ আপ করেছে। মমতা বন্দ্যোপাধ্যকে বিষয়টি ‘বৃহৎ পরিসরে’ দেখার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে সুরঞ্জিত বলেন, “এই চুক্তির বিরোধিতা করে তিনি (মমতা) শুধু ভারতবিরোধী মৌলবাদীদের হাত শক্তিশালী করবেন।

এসব মৌলবাদীরা শক্তিশালী হলে তারা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ” তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি চেয়ে তিনি আরও বলেন, এই চুক্তির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন হবে না। পাকিস্তানের করাচিতে সংখ্যালঘুদের নিয়ে একটি সেমিনারে যোগ দেয়ার পর কলকাতা গিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। এসময় (রোববার) কলকাতায়, সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। “অন্যথায় তা ভুল বার্তা দেবে।

” ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা আটকে যায়। এরপর থেকে কলকাতা রাজ্য সরকার এ বিষয়টা নিয়ে এমন ভাব করছেন, যেন তারা কিছুই জানেন না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শক্ত অবস্থান নিলে, ট্রানজিট এবং তিস্তা চুক্তি সহজেই সমাধান করা যায়, কারণ এগুলো দুটি দেশের পেন্ডিং ইস্যু। মমতা এই বিষেয় বাগড়া বাজালে, ভারত সরকারের আমরা কেন আলোচনায় বসছি না? ভারত যদি আমাদের মিত্রই হবে, তাহলে এই এসব বিষয়ে বিলম্ব কেন। নাকি বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কোনো পরিকল্পনা বা সমীকরণ রয়েছে!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.