আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!! - পর্ব ৩ !!! (শেষ পর্ব)

:[ এই পোস্ট টী রেডি করে রেখেছিলাম অনেক আগেই , কিন্তু কিছু ব্যাস্ততার কারনে আর সময় করে দেয়া হয়নি , ইন দা মিন টাইম , কিছু দুর্ঘটনাও ঘটেছে ..... যাই হোক, সব একত্র করে দিয়ে দিলাম..... পর্ব ৩ঃ প্রধান মন্ত্রীর গাড়ি , চট্টগ্রামে ল্যাম্বরগিনি ও অন্যান্য ( শেষ পর্ব) আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িটা নিশ্চয় টিভিতে অনেক বার দেখা হয়ে গেছে ! কিন্তু একেবারে সামনাসামনি গাড়িটা দেখেছেন? প্রথম ও ২য় পর্বে তো আমরা অনেক নামীদামী মানুষের গ্যারাজ ে উঁকি দিয়েছিলাম ! সো প্রধানমন্ত্রীর গ্যারাজ ও বাদ যাবে ক্যান ? B#)? আসেন উঁকি মারি - গাড়ির সামনের দিক গাড়ির ব্যাকসাইড- খেয়াল করবেন একটা বড় মেডাল , এইটা প্রতীক এবং প্রধানমন্ত্রীর গাড়ির প্রুফ গাড়ির চাক্কা ( সেরকম রিম) - নিরাপত্তা বাহিনীর আজাইরা ঝামেলার কারনে স্পষ্ট ছবি তোলা যাইনি আচ্ছা, এই পর্বে বিএমডব্লিউ ও মারসিডিস গাড়ির উপর ফোকাস থাকবে .... তবে তার আগে প্রথম পর্বে দেয়া জাগুয়ার এক্সজে এফ এর আরও একটা ভালো ছবি দেখাই - মজার ব্যপার, আরেকটা কালো রঙের এক্সজে আছে বিডি তে , গুলশান ২ এ দেখবেন , নিচের ছবির পাশের হ্যারিয়ার এর নম্বর প্লেট দেখেন , প্রুফ- মাসল কার এর প্রতি অনেকের আকর্ষণ দুর্বার , আমার মতো... অনেকের ধারনা বিডিতে কোন মাসল কার নাই , কিন্তু ভ্রাতা , নিচের ছবিসমুহ দেখ এবং টাশকিত হউ - ১৯৬৬ ford mustang- Buick LeSabre- 1972 Mustang Mach 1- Chevy Impala (চট্টগ্রামের দেওয়ানহাটে এই পুরা বিশ্বেই অতিমাত্রায় রেয়ার এই শেভি ইম্পালা কে নষ্ট হতে দেখে খুব কষ্ট পেয়েছি)- 1972 Dodge Charger V8, ঢাকা(এই ডজ গাড়িটা কিন্তু ভয়ানক রকমের সিক) - 1972 Pontiac LeMans, ঢাকা- 1968 FORD TORINO, চট্টগ্রাম- যাই হোক , ফিরে আসি মুল পোস্টে - বিএমডব্লিউ আর মারসিডিস এ ! এই দুই ব্র্যান্ড এর গাড়ি নিয়ে কি বলবো আর , মুড়িমুড়কির মতো দেখবে এখন ঢাকা, চট্টগ্রামের রাস্তায় ! তবে এর মধ্যেও কিছু এক্সক্লুসিভ মডেল এর গাড়ি আছে , যা সত্যিই অবাক করার মতো , সো আমি শুধু বেছে বেছে সেইশব মডেল এর গাড়ির ছবি ই দিচ্ছি , যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে - হামান ৫( ঢাকা) ৩৩০ ডি কনভারটিবল( চট্টগ্রাম) ৬ সিরিজ কনভারটিবল( ঢাকা) ৫২৫ আই ( ঢাকা) ৭৪০,৭৩০ এবং এক্স সিরিজ( চট্টগ্রাম) ব্র্যান্ড নিউ ৭ সিরিজ( হামান কিটেড )( ঢাকা) এইটা শুভ্র ভাইয়ের , সবচেয়ে জোশ মডেল এর বিমার , এম ৬(ঢাকা) ৫ সিরিজ এইবার মারসিডিজ- এস এল ৬৫ এমজী , ভী ১২ ইঞ্জিন , ৫১৮ হর্স পাওয়ার ( ওরে আমারে কেও ধর ), এঈটা বসুন্ধরা গ্রুপ এর , গত পর্বে মিস গিয়েছে) কোন এক গাধা এই এস এল কে ট্যাক্সি ক্যাব বানিয়ে ছেড়েছে , এমনকি সীএনজী ও করে ফেলেছে(ঢাকা)- এস এল কে ২০০, এআইইউবির সামনে দেখবেন এইটা কে - এখানে দেখতে পাচ্ছি এস এল কে এর পাশে একটা ই ক্লাশ ক্যাব্রীওলেট( ঢাকা)- ব্ল্যাক এ এম জি ( চট্টগ্রাম ) টাকা পয়সা কম থাকলেও খানিকটা কম দামি সেলীকা, এম আর এস , মাজদা আর এক্স ( ৭/৮) নিয়ে ভালো ভাবে মোড করে সুপারকার বানানো যায় , নীচের ছবি টী দেখুন( চট্টগ্রাম এর এয়ারপোর্ট রোড হতে তোলা)- সেলীকা( চট্টগ্রাম) এইবার দেখাবো আপনাদের সবচেয়ে এক্সক্লুসিভ দুইটা ছবি , চট্টগ্রাম পোর্ট হতে তোলা(সোর্স এর বিশ্বাসযোগ্যতা ৮০/১০০) , মডেল এর নাম কি বলতে হবে??? ও আচ্ছা , ৫ টা ব্র্যান্ড নিউ রেঞ্জরভার ইভক কিন্তু বাংলাদেশে চলে এসেছে- এই পর্ব সহ সিরিজ টার এইখানেই সমাপ্তি ঘটাচ্ছি ! নেক্সট পোস্ট হবে লিপু ভাইকে নিয়ে !! অনেক অনেক ছবি ও থাকবে অফ কোর্স ! ভালো থাকবেন ! হ্যাপি ব্লগিং ! গত পর্ব-১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!! - পর্ব ২ ! ১ম পর্ব - ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি! একটি সচিত্র গাড়ীয় কথন !!! না দেখলে মিস !!! ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),fares photography, chittagong automotive scenerio, top drive-bd,r-3v self-collection ডিসক্লেমার - ইন্টারনেট হতে সংগৃহীত বিধায় উপরে উল্লেখিত গাড়ীর মডেল ও গাড়ীর মালিকের নাম এ ভূল থাকা স্বাভাবিক , ভূল ধরিয়ে দিলে সংশোধন করে দেয়া হবে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।