আমাদের কথা খুঁজে নিন

   

পেন ইংকে ড্রয়িং বনলতা সেনের

আলো অন্ধকারে যাই... সত্যজিৎ রায় এর প্রতিভা সম্পর্কে কম-বেশী আমরা সবাই জানি। অন্যান্য প্রতিভার সাথে তার আরও একটি প্রতিভা ছিল, তিনি ভাল প্রচ্ছদ আঁকতে পারতেন। চোখ বন্ধ করলেই 'এক্ষণে'র প্রচ্ছদ, চোখ বন্ধ করলেই 'দেবী'র লেটারিং, ফেলুদার জলজিয়ন্ত ড্রয়িং! এমন আর হয় না। ফেলুদার কোন একটা বইয়ে, ঘোড়ার গাড়ির ইলাস্ট্রেশন, দেখলেই ঘোড়ার খুরের ঘটঘট শব্দ মাথার ভেতর না বেজে যায়? যা করে গেছেন সবই বিস্ময়ের। তবে একটা মজার ঘটনা।

সিগনেট প্রেম প্রকাশ করেছিল জীবনানন্দ দাশের 'বনলতা সেন। ' প্রচ্ছদ শ্রী সত্যজিৎ রায়। পেন ইংকে ড্রয়িং বনলতা সেনের। সেই প্রচ্ছদ কিন্তু লাজুক কবি জীবনানন্দর পছন্দ হয়নি। শোনা যায় লাজনম্রভাবে সেই কথা বলেও ছিলেন বিখ্যাত সিগনেটের বিখ্যাত ডি. কে. ওরফে দিলীপ কুমার গুপ্তকে।

বনলতা সেন যে দেখতে মিসেস কউরের মতো হয়ে গেছে। মিসেস কউর তখন স্বাস্থ্যমন্ত্রী ভারতের, টিংটিঙে রোগা মহিলা। এই প্রচ্ছদটাই সত্যজিৎ রায় এঁকেছিলেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।