আমাদের কথা খুঁজে নিন

   

সময় এসেছে-

সুখীমানুষ না বলা / না বলতে পারা কথা খাতায় লিখলে কবিতা হয়। এতদিন যত- ভালো লাগা স্মৃতি পাপ বলে, লজ্জা বলে রেখেছি গোপন। আজ দেখি- সরল প্রকাশ তার কবিতা হয়েছে। কালে কালে ভালোলাগা সুখ কপিরাইট ছিলো সমাজপতির বাকিদের পাপ। মেয়াদোত্তীর্ণ কপিরাইটের ভয়ে কতদিন থাকবে আর? এখন সময় এসেছে- সব অনুভুতি সরল করে পাবার, সহজ করে নেবার। ২৬/৬/১২, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।