আমাদের কথা খুঁজে নিন

   

আইটি সেক্টর ও বাংলাদেশঃ ২ ( কম্পিউটার হার্ডওয়্যার শিল্পে বাংলাদেশের ভবিষ্যৎ)

ব্লগোস্ফিয়ারে যুক্ত হওয়ার পর রান্না-বান্না নিয়ে সিরিজ টা মোটামুটি চালাচ্ছিলাম। কিন্তু বিয়ের পর বৌএর হাতের রান্না খেয়ে নিজের আর তেমন কিছু বানাতে ইচ্ছে করে না। এ কারণে নিজের রেসিপি ও আর দেয়া হচ্ছে না। ভাবছি বৌয়ের কিছু রেসিপি একটূ সময় নিয়ে দিব। নিজের কর্মক্ষেত্র IT Sector এ হওয়ার কারণে অনেক দিন ধরেই এই সেক্টর নিয়ে কিছু লিখব লিখব করছিলাম।

সেই সূত্রেই গত পর্ব থেকে শুরু করা। দ্বিতীয় পর্বঃ বাংলাদেশের আইটি সেক্টরের সম্ভাবনার কথা বললে আমরা সবাই শুধুমাত্র সফটওয়্যার সেক্টরের সম্ভাবনা নিয়ে কথা বলি। এটা সত্যি কথা এই মুহূর্তে বাংলাদেশ আইটি সেক্টর থেকে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে তার পুরোটাই করছে সফটওয়্যার খাত থেকে। এ অর্জনের প্রবৃদ্ধিও খুব সন্তোষজনক নয়। যেখানে ভারতের একজন Contractor/Freelancer ODESK বা Elance থেকে গড়পড়তা 20 USD/hour আয় করছে সেখানে আমাদের দেশ থেকে আমরা অর্জন করছি 5-6 USD/hour. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আইটি সেক্টরের সম্ভাবনা সব সময় বেশি হার্ডওয়্যার শিল্পে, সফটওয়্যারে নয়।

থাইল্যান্ড এই মুহূর্তে হার্ডডিস্ক উৎপাদন শিল্পের বৈশ্বিক বাজারের ৬০ ভাগ দখল করে আছে। মাদারবোর্ড উৎপাদন শিল্পের বলতে গেলে পুরো অংশ জুড়েই চীনের রাজত্ব। এই উৎপাদন প্রক্রিয়ায় সাথে শ্রমিক হিসেবে নিয়োজিত আছে তারা কেউই কিন্তু আইটিতে খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনি। অর্থাৎ স্বল্পশিক্ষিত লোকজনকে শ্রমিক হিসেবে এই খাতে ব্যবহার করা যায়। ঠিক যেমনটা হচ্ছেঃ আমাদের গার্মেন্টস শিল্পে।

আর মানুষের শ্রম এর উপরে যে খাত যত বেশি নির্ভরশীল সে খাতে যে কোন দেশের সম্ভাবনা নির্ভর করে সেই দেশের গড় শ্রম মূল্যের উপর। অন্ততঃ এই একটা দিকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমাদের দেশের একজন শ্রমিকের গড় মজুরী চীনের একজন শ্রমিক এর থেকে অনেক কম এমনকি থাইল্যান্ডের থেকেও কম। (Ref: Click This Link) তবে শুধু সস্তা শ্রম থাকলেই কেবল এই খাতে ভাল করা সম্ভব না। মনে রাখতে হবে হার্ডয়্যার শিল্প একটি পণ্যভিত্তিক শিল্প, যেখানে সফটওয়্যার শিল্প হচ্ছে একটি সেবাভিত্তিক শিল্প।

একটা পণ্যভিত্তিক শিল্পের উন্নয়নে যোগাযোগ সুবিধা, নিরবিচ্ছিন্ন জ্বালানী/বিদ্যুৎ সুবিধা প্রাপ্তি বাঞ্ছনীয়। এই খাতের উন্নয়নে সরকারের সদয় দৃষ্টিভঙ্গির ও দরকার আছে। থাইল্যান্ড এ ২০১২ সালের ভয়াবহ বন্যার কারণে সেই দেশের হার্ডডিস্ক উৎপাদন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি পুষিয়ে উঠতে সে দেশের সরকার এই খাতের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে Tax Holiday সুবিধা প্রদান করে। আমাদের দেশের Perspectives এ বলতে পারি যারা এই খাতে বিনিয়োগ করতে চায় তাদেরকে সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর মওকুফ, ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণ সহ কিছু সুবিধা প্রদান করলে প্রাথমিক ভাবে এই খাতে দেশী বিনিয়োগ আসবে।

তবে এর বাইরে এ খাতে যাতে বৈদেশিক বিনিয়োগ আসে তার জন্য সরকার বিদেশী কোম্পানী সমূহকে আমন্ত্রণ জানাতে পারে। আমাদের সরকারী প্রতিষ্ঠান টেশিস কে ও শুনেছিলাম এ খাতে আনা হচ্ছে। কিন্তু দোয়েল ল্যাপটপ-এর পর আর কোন ক্ষেত্রে তাদের অর্জন চোখে পড়ছে না। পরিশেষে একটা কথা মাথায় রাখতে হবে, Business করতে হয় Trend বুঝে। এখনকার Trend ই হচ্ছে IT Sector. এই কথাটা বুঝতে পেরেছে অনেক Less Developed Country. আমরা ও যত তাড়াতাড়ি বুঝবো ততই আমাদের মঙ্গল।

পরবর্তী পর্বে হার্ডওয়্যার শিল্পের টার্গেট মার্কেট নিয়ে কিছু আলোচনার ইচ্ছে রইল। পরিশিষ্টঃ এই লেখাটি ফেসবুক পেজে ও প্রকাশিত হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।