আমাদের কথা খুঁজে নিন

   

তার ছাড়াই সেকেন্ডে ২ জিবি ডেটা পাঠানো যাবে

ডেটা ট্রান্সফার গতিতে অবিশ্বাস্য আবিষ্কারের কথা জানালেন ন্যানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একদল গবেষক। নতুন এ প্রযুক্তিতে সেকেন্ডেই ট্রান্সফার করা যাবে ২ জিবি ডেটা। খবর সাইন্স ডেইলির। নতুন উদ্ভাবিত মাইক্রোচিপের গতি হবে ব্লুটুথের চেয়ে ১০০০ গুণ বেশি। নতুন মাইক্রোচিপের মাধ্যমে ৮০টি এমপিথ্রি গান বা ২৫০ মেগাবাইট ডেটা আদান প্রদান করতে সময় লাগবে ১ সেকেন্ডেরও কম।

টেকনোলজিতে ওয়্যারলেস প্লাটফর্মে প্রথমবারের মতো ২ জিবি ডেটা ট্রান্সফার করা যাবে মাত্র ১ সেকেন্ডে। এতে যে কোনো আকারের ডেটা আদান প্রদানে সময় অনেক কম লাগবে। এ চিপ সেট ওয়্যারলেস মিলিমিটার ওয়েভ টেকনোলজিতে কাজ করবে। এতে কোনো কেব্ল ছাড়াই স্মার্টফোন, ট্যাবলেট পিসিতে ডেটা আদান প্রদান করা যাবে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তির অনেক উন্নতি হলেও চিপ সেটের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি জানিয়েছেন গবেষণায় অংশ নেয়া প্রফেসর ইয়ো কিয়াট সিং।

উদ্ভাবিত মাইক্রোচিপের মাধ্যমে ব্লুটুথের চেয়ে বিকল্প ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার করা যাবে বলে জানান বিজ্ঞানীরা। দ্রুতগতির এ চিপ বাজারজাতকরণের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয় নি। View this link বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/এইচবি/জুন ২৫/১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।