আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের এই দিনে ২৫ জুন

প্রযুক্তি প্রেমিক * ১৫২৯ সালের এই দিনে বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন। * ১৭৯৬ সালের এই দিনে রাশিয়ার জার প্রথম নিকোলাসের জন্ম। * ১৮৯১ সালের এই দিনে ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন। * ১৯০৩ সালের এই দিনে ব্রিটিশ লেখক জর্জ ওরওয়েল জন্মগ্রহণ করেন। * ১৯১৩ সালের এই দিনে আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ারের জন্ম।

* ১৯২২ সালের এই দিনে ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু। * ১৯৩২ সালের এই দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়। * ১৯৩৩ সালের এই দিনে বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের মৃত্যু। * ১৯৩৫ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। * ১৯৩৮ সালের এই দিনে নিকোলাই ত্রুবেৎস্‌কোয়, একজন রুশ ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।

* ১৯৪৪ সালের এই দিনে নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গের ইন্তেকাল। * ১৯৫০ সালের এই দিনে উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়। * ১৯৬০ সালের এই দিনে কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু। * ১৯৬৩ সালের এই দিনে ইয়ান মার্টেল, বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক এর জন্ম। আরো দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।