আমাদের কথা খুঁজে নিন

   

মায়েরি এক দাবী!

কিসের এতো বড়াই রে তোর কিসের এই বাহাদুরী মায়ের কোলে শিশু কালে দিলি তুই হামাগুড়ি। কিসের এতো লম্ফ ঝম্ফ মায়ের সাথে অহংকার মায়ের রক্ত মাংস খেয়ে দেখলি আলো জগতটার। মা তোরে ভাবলো না বোঝা একটিবারেরও জন্য সেই মাকে তুই ভুলবি রে আজ মানুষ নাকি রে বন্য! অভুক্ত রেখে তোরে কবে নিজের উদর ভরেছে; হাতে পায়ে তেল মেখে মা তোর দেহটা গড়েছে। প্রসাব পায়খানা কত তুই করলি মায়েরি কোলে; নাড়ী ছেড়া ধন রে সেই মা কী করে বলো ভোলে। অসুখ হলে পরে মায়ের নিদ্রা হয় রে ভাই হারাম তোর সিথানে জেগে থাকে ভুলে সকল সুখ-আরাম। সেই মায়েরে কষ্ট দিলে শান্তি কীরে তুই পাবি, সকল কষ্ট ভুলেও তোর সুখ যে মায়েরি এক দাবী! ................................. ২৫.০৬.১২## বিকেল ৪টা মি. মামবি-প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর। ........... ছবি: ইন্টারনেট।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.