আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাহিকে

শেষ পর্যন্ত মাহিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতের হরিয়ানায় ৭০ ফুট গভীর গুহায় আটকে পড়া চার বছরের মাহিকে গতকাল রোববার উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বেলা দুইটার কিছু আগে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধারের পরপরই মাহিকে দ্রুত সেনা অ্যাম্বুলেন্সে করে ইএসআই হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জেলা ম্যাজিস্ট্রেট পি সি মেনা চিকিৎসকদের পক্ষ থেকে জানান, মাহি গভীর গর্তে আটকা পড়ে সেখানকার বৈরী পরিবেশের সঙ্গে লড়াই করে বাঁচতে পারেনি।

গর্তে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে শিশুটি মারা যায় বলে চিকিৎসকেরা জানান। হরিয়ানার গুরগাঁওয়ের কাছে খো গ্রামে ২০ জুন নিজের জন্মদিনে বন্ধুদের সঙ্গে খেলার সময় ওই গর্তে পড়ে যায় মাহি। একটি পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করে শিশুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। তবে সেখানে কোনো খাবার বা পানি সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত মেয়েটিকে জীবিত উদ্ধার করা যাবে কি না, তা নিয়ে সবাই রুদ্ধশ্বাস অপেক্ষা করছিল।

বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি ভারতের পুলিশ ও সেনাবাহিনীও শিশুটিকে উদ্ধার-তৎপরতায় অংশ নেয়। তৎপরতা শুরুর ৯০ ঘণ্টা পর গতকাল তাকে উদ্ধারে সক্ষম হয় সেনাবাহিনী। চার বছরের মেয়ে মাহি যে গর্তে পড়ে গিয়েছিল, চেষ্টা চলছিল তার সমান্তরালে একই গভীরতার আরেকটি গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধার করা। এ রকম দুটি গর্ত তৈরি করা হলেও প্রতিবারই মাহির পড়ে যাওয়া গর্ত ও নতুন খোঁড়া সমান্তরাল গর্তের মধ্যে বিশাল পাথর উদ্ধারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। টানা দুই দিনের চেষ্টার পর অবশেষে গত শনিবার রাতে উদ্ধারকারী বাহিনী একটি পাথর ভেঙে দুই গর্তের মধ্যে সুড়ঙ্গ স্থাপন করে এবং এ সুড়ঙ্গ দিয়ে মাহিকে বের করে আনে।

কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। উদ্ধার-তৎপরতায় অংশ নেওয়া একজন চিকিৎসক জানান, এ রকম একটি গর্তে পড়ে খাবার ও পানি ছাড়া এত ছোট একটি শিশুর পক্ষে চার দিন বেঁচে থাকা কঠিন। হিন্দুস্তান টাইমস। Manesar District (Gurgaon, Haryana), June 24 (ANI): Manesar District village girl Mahi was declared dead on Sunday afternoon, 86 hours after she was retrieved from a 70-feet deep borewell into she had tragically fallen into. The Gurgaon District Magistrate P.C.Meena announced the death of the child, a victim of administrative indifference. He said that health officials at the ESI Hospital in Manesar had informed that Mahi had been brought dead. The 86-hour-long ordeal ended on Sunday afternoon, with rescue teams led by the army lifting the four-year-old child out of a 70-feet borewell. The girl fell into the borewell on June 20 in Kho village of the district. Earlier, on Saturday night, the rescuers had managed to pierce a hard rock which was a major hurdle that the rescuers had been struggling to break or the last two days. Oxygen was supplied to Mahi since the rescue operation began, but to no avail. Over 100 officials drawn from the Army, fire, police, Gurgaon Rapid Metrorail, health and revenue departments, and locals were involved in the rescue operation. Mahi's family was said to be in a distraught state, unable to deal with their tragedy. Sonia, Mahi's mother, was particularly unconsolable, and is said to have collapsed on hearing the news of her daughter's death. She had earlier said that she only wanted her child alive and back, and anything else did not matter. (ANI) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।