আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন আয়ের সাইট ''একোমী'' থেকে ১০ ডলারে ২টি ওয়েবসাইট কিনে ভুল করেছি কি?

আসুন,সরকারী কর্মচারীদের ঘুষগ্রহণসহ সকল দুর্নীতিবন্ধে সর্বাত্মক সহায়তা করি। কারন সরকারি কর্মচারীরা দেশপরিচালনার হাতিয়ার। তারা যদি না হয় দক্ষ ও সততার অধিকারী, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংণাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কাজটি হবে সুদূরপরাহত। আমি মূলত লেখক হিসেবে ৮০ দশকে দু'বাংলার পত্র-পত্রিকায় প্রচুর লিখতাম। আর এখন তথ্য ক্যাডারের চাকরীর সুবাদে অনলাইনে প্রচুর সময় দিই বলে ইদানীং অনেক বাংলাব্লগেও লিখি সময় পেলে।

কিন্তু অনলাইন আয়ের প্রতি আমার কোনো আগ্রহ না থাকলেও আমার পত্রিকার জন্য একটি প্রাইমারী ডোমেইন কেনার ইচ্ছে ছিল। তাই অনেকদিন ধরে অনলাইনেই ভালো হোস্টিংসহ ডোমেইন কেনার জন্য অভিজ্ঞতা নিচ্ছিলাম। হঠাত একোমী নামক ডোমেইন প্যাকেজ বিক্রিকারী একটি সামাজিক ও ব্যবসায়িক অনলাইন আরনিং সাইটের প্রচারনায় পড়ে ১০ ডলার দিয়ে কিনেই নিলাম একটি ডোমেইন। সাথে ফ্রী আরেকটি ব্লগসহ ১০০এম্বি স্পেস ইত্যাদি। কোম্পানীটি তার প্রাপ্য ১০ ডলার ভিসাকার্ডের মাধ্যমে কেটে নেবার আগেই সেই কেনা সাইটটিকে সাজানো/বানানোর সব ফ্রী ট্রেইনিং দেবার সুযোগ দেয়ায় আমি ব্যাপারটি লুফে নিলাম আরকি? চরম ব্যস্ততার ফাঁকেও মাঝে মাঝে সাইটকে সাজাতে চেষ্টা করছি যদিও ১% কাজও করতে পারিনি।

অসমাপ্ত বা প্রক্রিয়াধীন আমার কেনা সেই সাইটের লিঙ্ক দেখতে পারেন--কেনা সাইট দেখুন এখানে ক্লিক করে আর সাথে পাওয়া ফ্রী ব্লগটির ঠিকানা হচ্ছে--সাথে পাওয়া ফ্রী ব্লগ দেখুন এখানে মজার ব্যাপার যে, অনলাইন আরনিং সাইটের নিয়ম হিসেবে সেই সাইটে নিবন্ধন করার পর ৫ জন রেফারেল বানিয়েই তবে ১০ ডলার দিয়ে কিনতে হয় তাদের এই ট্রেইনিং প্যাকেজ-যা আমিও করেছি। তাদের কথা-৫টি লেভেলে শুধু রেফারেল বাড়িয়েই নাকি মাসে ১০ হাজার ডলার আয় করা সম্ভব এবং করছেও অনেকে। প্রথমেই বলেছি যে, অনলাইন আয়ে আমার কোন আগ্রহ নেই। তাই বলে ১০ ডলার দিয়ে সাইটটি কেনার সুযোগ নিয়ে আমি কি ভুল করেছি কিছু? আরো মজার ব্যাপার হলো--আমার যারা রেফারেল তারাও আবার এভাবে প্যাকেজ বা সাইট কিনে আর রেফারেল বাড়িয়ে আমাকে তো ইতোমধ্যে তৃতীয় লেভেলেই ঠেলে দিয়েছে অটোনিয়মে। তাহলে কি আর কয়দিন পর ৫টি লেভেল পূর্ণ হলে আমি আসলেই ১০ হাজার ডলার করে পাবো মাসে মাসে!! একোমীকে ভূয়া বা স্কাম সাইট মনে না হলেও এতো আয়ের ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে আমার কাছে।

অবশ্য তাদের পদ্ধতিটা এম এল এম বা ডেস্টিনির মতোই। এ ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করার আমন্ত্রণ রইলো। যাহোক, একোমীর লিঙ্ক দিলাম--এখানে ক্লিক করুন আর আশা করি আমার ফ্রী হোস্টিং-এ প্রকাশিত অনলাইন মাসিক পত্রিকা ক্রন্দসীকে শীঘ্রই আপনারা নতুন এই ঠিকানায় পাবেন। ক্রন্দসী'র লিঙ্ক-ক্রন্দসী সাহিত্য পত্রিকা । জুলাই সংখ্যায় সবার কাছ থেকে লেখা আহবান করছি সেই সাথে।

ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।