আমাদের কথা খুঁজে নিন

   

২০ মিনিট পর যুদ্ধ কিংবা শান্তির ঘোষনা। লাইভ...

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ আর ২০ মিনিট বাকি, বাংলাদেশ সময় ৮ টায় মিসরের মোবারক পরবর্তি প্রেসিডেন্টের নাম ঘোষনা করা হবে। দেশটির সামরিক পরিষদ পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে এসেছে যে, এটা যেন কোন নির্বাচের ঘোষনা নয়, এটা যুদ্ধ কিংবা শান্তির ঘোষনা। সামরিক পর্ষদ যদি নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে লজ্জার শেষ পর্দাটাও ছিড়ে ফেলে হাজার মানুষের রক্তের দাগকে পায়ে পিষে মুছে ফেলে আহমদ শফিককে বিজয়ী ঘোষনা করে তবে দেশে গৃহ যোদ্ধ শুরু হয়ে যাবে। আর যদি মানুষের ভোটের হিসেবে ফলাফল ঘোষনা করে, যেটা গত বৃহস্পতিবার করার কথা ছিল, যেই রেজাল্ট বেসরকারিভাবে গত সপ্তাহের সোমবার সকালে ঘোষনা করা হয়েছে অর্থাত মুহাম্মদ মুরসিকে নির্বাচিত করা হয় তবে দেশটিতে সাময়িক স্থিতিশিলতা ফিরে আসবে, এবং ছোটখাট কিছু রাজনৈতিক সমস্যা থাকবে। আপাতত নির্বাচনের লাইভ ঘোষনা দেখতে: ১) http://www.watchfomny.com/A-Tv-Egypt.php ২) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।