আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় এতো মানুষের সামনে করে কী! শেয়ার করুন বড় পর্দায় দেখা কিছু কথা ... সিনেমাহল

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান। জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি। অনেকে শুনলে হয়তো হাসবেন তাও বলছি......আমি প্রথম সিনেমা হলে গেলাম কিছুদিন আগে, ১৯ বছর পর।

ইচ্ছে-সময়-সুযোগ সব কিছুই এসেছে কিন্তু কেন যেন যাই যাই করেও যাওয়া হয় নি। স্টার সিনেপ্লেক্সে আমার প্রথম বড় পর্দায় মুভি দেখা...Parker. অনেক ভাল লাগলো আর আমি অনেক বেশি X-সাইটেডও ছিলাম। মাঝে মধ্যে আবার একটু লজ্জাও পাইছিলাম ওই সব সিন দেখে...হায় হায় করে কী এতোগুলা মানুষের সামনে !!! আশেপাশে তাকিয়ে দেখলাম আমিই লজ্জা পাইতেছি, সবাই দিব্বি দেখতেছে। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে আমার ব্লগ পরিবারের সদস্যরা জীবনে কোন মুভি বড় পর্দায় দেখেছে। মতামত জানালে খুশি হব।

ভাল থাকবেন সবাই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।