আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ইউরো ২০১২; অগ্নিঝরা ম্যাচ আজ !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ছবিঃ স্পেনের সম্ভাব্য একাদশ সত্যি আজ স্পেনের ইতিহাস গড়ার দিন। আজ ফ্রান্স কে হারাতে পারলেই সেমিতে যাবার দিন। পরপর দুবার ইউরো জেতার স্বপ্ন পূরণের দিন। আজ ফ্রান্সকে হারাতে পারলে কোন প্রতিযোগিতামূলক খেলায় প্রথম জয়ের সাধ পাবার দিন। আজ স্পেন সে ইতিহাস গড়তে পারবে কি? আজ রাত ১২-৪৫ মিঃ (বাংলাদেশ সময়) স্পেন মুখোমুখি ফ্রান্সের।

এখন পর্যন্ত বড় কোনো প্রতিযোগিতায় ফ্রান্সকে হারাতে পারেনি স্পেন। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল গতবারের শিরোপাজয়ীদের। তবে এবার এই ইতিহাসটা পরিবর্তনই করতে চান দেল বস্ক ও তাঁর শিশ্যরা। ফ্রান্স বরাবরই পরশক্তি। কিন্তু গত ৩০ ম্যাচের ১৩টাই জিতে এগিয়ে আছে স্পেন, হেরেছে ১১টিতে।

অবাক করার মত বিষয় হল সেই ১৩ টি জয় ফ্রেন্ডশীপ ম্যাচে। প্রতিযোজিতামূলক কোন ম্যাচে জয়ের দেখা পায়নি স্পেন! আজো ভয় সেই ২০০৬ বিশ্বকাপ ম্যাচের সেই তরুণ রিবেরিকে। যার গোলে স্পেনের বিায় ঘটে সেবার। আজ সে পরিণত। তাই রিবেরিকে আটকানোর সব ফর্মুলা প্রয়োগ করবে স্পেনের ডিফেন্স।

ভিসেন্তে দেল বস্ক খোলাখুলিই বলেছেন, আজ তাঁর দুশ্চিন্তা রিবেরিকে নিয়েই। তারপরও আমার বাজি থাকবে আজ স্পেনের পক্ষে। আশা করি, স্পেনের মাঝমাঠ জাভি-ইনেস্তা-জাবি-ফেব্রিগাস যেমন মাঝমাঠে অগ্নি ঝরাবে, তেমনি গোলের সুযোগ গুলো কাজে লাগাবে। স্পেনের সবচেয়ে দুর্বল স্থান রক্ষণভাগ (বার্সেলোনার ও তাই)। কিন্তু আমি আশা করি আজ স্পেনের ডিফেন্স ফ্রান্সকে সুযোগ দেবে কমই।

আজ অগ্নি ঝরা ম্যাচ। যদিও গত সুইডেন ম্যাচে ২ গোলে হেরে ফ্রান্স কিছুটা ব্যাকফুটে আর কন্দলের কানাঘুষা। তবুও সব কিছু ভুলে আজকের ম্যাচটি জয়ের ব্যাপারে কোন ছাড় নিশ্চয়ই দেবেনা স্পেনকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।