আমাদের কথা খুঁজে নিন

   

কনডমও সেফ সেক্স নিশ্চিত করে না, চুমোও অনিরাপদ।

বিশেষজ্ঞরাও বলেন না, কনডম সেফ সেক্স নিশ্চিত করে। কারণ, কনডম sexually transmitted infections (STIs) ক্ষেত্রে ১০০ শতাংশ নিরাপদ নয়। একারণে এখনকার বিশেষজ্ঞরা সেফ সেক্স এর পরিবর্তে সেফার সেক্স বলে থাকেন। ২০০৪ সালে World Health Organisation এর এক তথ্য মতে কনডম সেফ সেক্স নিশ্চিত না করলেও এটা বিশ্বে সিফিলিস, গনরিয়া, ক্লামিডিয়া, হার্পস ও আরও অনেক মহামারী থেকে মানব সর্ভ্যতাকে সেফ করেছে। তবে এটা সবারই জানা উচিত, কনডম সেফ সেক্সের জন্য মোটেও কার্যকরী নয়। সেকারণে সবা্রই উচিত পরনারীর সঙ্গে বা অবৈধ সেক্স থেকে দুরে থাকা। একথাও উল্লেখ যোগ্য যে, চুমোর মাধ্যমেও sexually transmitted infections ছড়াতে পারে। তাই সবা্রই উচিত যে কোন ধরণের অবৈধ্য সেক্স থেকে দুরে থাকা। এখন পর্যন্ত এইচআইভিসহ আরো অনেক এসটিডি রয়েছে যেগুলোর কার্যকরী চিকিৎসা এখনও তৈরি হয়নি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।